কানসাট আম বাজার (ভিডিও)

User Rating:  / 1
PoorBest 

 

আমের মৌসুমকে ঘিরে দিনরাত সরগরম থাকেদেশের সবচেয়ে বড় আমের বাজার চাঁপাইনবাবগঞ্জের কানসাট।

 

আমের মৌসুমকে ঘিরে দিনরাত সরগরম থাকেদেশের সবচেয়ে বড় আমের বাজার চাঁপাইনবাবগঞ্জের কানসাট।

কানসাটের এই বাজার থেকে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে শতাধিক ট্রাক আম।  প্রতিদিন গড়ে চার কোটি টাকার আম কেনাবেচা হয় কানসাটে। পাশাপাশি আমের ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা খাবার হোটেল, আবাসিক হোটেল, কুরিয়ার সার্ভিস ও আম প্যাকিংয়ের সরঞ্জামাদি বিক্রি থেকে প্রতিদিন আরও প্রায় পঞ্চাশ লাখ টাকার লেনদেন হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থেকে ২৩ কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলায় কানসাট বাজারের অবস্থান। সোনামসজিদ স্থলবন্দর সড়কে অবস্থানের কারণে এই এলাকায় ব্যবসায়ীদের আনাগোনা থাকে সব সময়। আমের মৌসুমে এই বাজারের যেদিক চোখ যায় সেদিকেই শুধু আম আর আম। জেলার বিভিন্ন উপজেলা থেকে এখানে আম নিয়ে হাজির হন ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরাও আম কেনার জন্য হাজির হন এখানে। আমের ব্যবসার কারণে এখানে গড়ে উঠেছে আম আড়তদার সমিতিও। সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুয়েল জানান, কানসাট শুধু দেশের সবচেয়ে বড় বাজারই নয়, এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আম বাজারও।  ছোট বড় মিলিয়ে এখানে প্রায় আড়াইশ' আড়ত বসে আম বেচাকেনা করার জন্য। শুধু চাঁপাইনবাবগঞ্জই নয়, রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকার আড়তদাররা এখানে আসেন আম কিনতে। তিনি জানান, সড়ক যোগাযোগ ভালো এবং ব্যবসায়ীদের অন্য কোন ঝামেলা পোহাতে হয় না বলে সবার পছন্দের বাজার এখন কানসাট। এবার এই অঞ্চলে আমের ফলন একটু কম। তারপরও আম বাণিজ্য সরগরম। আমের ভরা মৌসুমে প্রতিদিন একশ'র বেশি ট্রাক এখান থেকে আম কিনে নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা। আম কেনাবেচায় কানসাট বাজারে  প্রতিদিন প্রায় ৪ কোটি টাকার লেনদেন হয়।

  কানসাটের এই আমের বাজারকে ঘিরে এখানে অস্থায়ীভাবে গড়ে উঠেছে ছোটখাটো অনেক ব্যবসা। প্রতিদিন ভোর থেকেই এখানে আম কেনাবেচা শুরু হয়ে চলে গভীর রাত ধরে। ব্যবসার কারণে এখানে দিনের পর দিন থাকতে হয় বাইরের আড়তদার ও ব্যবসায়ীদের। তাদের জন্য তাই এখানে আম মৌসুমে গড়ে ওঠে ভ্রাম্যমাণ আবাসিক হোটেল। প্রায় তিনশ'র মতো ছোটাখাটো খাবার হোটেলও গড়ে উঠেছে আমের ব্যবসাকে ঘিরে। এছাড়া আম পরিবহনের জন্য বাঁশের তৈরি খাঁচা (স্থানীয় ভাষায় টুকরি) বিক্রিও এখানে চোখে পড়ার মতো। বাজারের টুকরি বিক্রেতা আইনুল জানান, নানান আকারের এসব টুকরি তারা আম মৌসুমে বিক্রি করেন ৬০ টাকা থেকে ২শ' টাকায়। প্রতিদিন প্রায় ৫শ' টুকরি বিক্রি হয় এখানে। এছাড়া আম ওজন, প্যাকেটিং ও ট্রাকে তোলার জন্য অস্থায়ী কর্মসংস্থান হয়েছে প্রায় কয়েক হাজার মানুষ।

 

 

Leave your comments

0
terms and condition.
  • No comments found