x 
Empty Product

নীলাম্বরী

User Rating:  / 1
PoorBest 

নাবি জাতের আম। মাঝারি আকার। ২৫২ থেকে ৩৫০ গ্রাম ওজন। কিছুটা গোলকৃতির, নিন্মাংশ সরু। পাকা অবস্থায় ত্বকের রং সবুজের সাথে হলুদ মেশানো।

নাবি জাতের আম। মাঝারি আকার। ২৫২ থেকে ৩৫০ গ্রাম ওজন। কিছুটা গোলকৃতির, নিন্মাংশ সরু। পাকা অবস্থায় ত্বকের রং সবুজের সাথে হলুদ মেশানো।

আমটি বেশি পাকিয়ে খাবার জন্য উপযুক্ত নয়। সামান্য পাকলেই কেটে খাবার উপযোগী। খুব উন্নতমানের আম নয়। তবে সব জাতের আম শেষ হয়ে গেলে ভাদ্র মাসে আমটি পাকা শুরু হয়। এই একটি কারণেই আমটিও গুরুত্ব অত্যধিক সাতক্ষীরা জেলার কলারোয়অ, সাতক্ষীরা সদর তালা, যশোর জেলার মনিরামপুর, কেশবপুর ও ডুমুরিয়া থানা এলাকার প্রায় প্রতি বাড়িতেই একটি-দুটি করে এই জাতের আম গাছ রয়েছে। এসকল এলাকায় নাবি জাতের আম ফজলী বা আশ্বিনার আবদ নেই, যে কারণে নীলাম্বরী আমের কদর লক্ষণীয়। স্থানীয় বাজরসমূহে বাণিজ্যিক প্রভাব রয়েছে। বাহিরের জেলাগুলোতে বিশেষ করে ঢাকা চট্টগ্রামে এই আমের কোনো কদর নেই।

Leave your comments

0
terms and condition.
  • No comments found