x 
Empty Product

শ্রীমঙ্গলে কাঁঠালী আম গাছ !!

User Rating:  / 0
PoorBest 

এখন বৈশাখ মাস গাছে গাছে ভরা আছে মধু ফল আমে। কিন্তু মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আম গাছে সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে ডালছাড়া গাছের মধ্যখানে ধরেছে কয়েকশত আম। আর ব্যতিক্রমী ভাবে ধরা এ আম দেখেতে শিশুসহ

এখন বৈশাখ মাস গাছে গাছে ভরা আছে মধু ফল আমে। কিন্তু মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আম গাছে সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে ডালছাড়া গাছের মধ্যখানে ধরেছে কয়েকশত আম। আর ব্যতিক্রমী ভাবে ধরা এ আম দেখেতে শিশুসহ

অসংখ্য লোকের ভির হচ্ছে সেখানে।

এ ঘটনাটি ঘটেছে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পেছনে ওয়াহিদ মিয়ার বাড়িতে। প্রকৃতির নিয়মে সাধারণত গাছের ছোট ছোট ডালের অগ্রভাগে আম ধরে থাকে। কিন্তু সে নিয়মের ব্যাতয় ঘটিয়ে এই গাছের বড় একটি ডালের মধ্যভাগে যেখানে কোন শাখা প্রশাখা ছাড়াই এক ঝোপে ধরেছে কয়েকশত আম। আর এতে শিশু দের যেন আনন্দের শেষ নেই।

বাড়ির মালিক জানান, আমগুলো ধরার পর থেকে তাদের বাড়িতে উৎসুক জনতার ভীর হচ্ছে। ইতিমধ্যে অনেক আম ঝড়ে পড়ে গেলেও এখন ঐ ঝোপে রয়েছে দেড়শতাধিক আম। স্থানীয় চেয়ারম্যান ভানু লাল রায় জানালেন, গাছ গাছালি কমে যাওয়ায় প্রকৃতির এসব রুপ নতুন প্রজন্মের শিশুরা দেখতে পারছেনা। এ ঘটনায় শিশুদের মধ্যেই কৌতুহল বেশি। তাই তিনি নিজেও এসেছেন তা দেখতে। আর দেখতে এসে অনেক শিশুরাও জানায়, তারা এ রকম আম ধরা দেখেছে প্রথম। সকলে মিলে গাছ লাগাবো গাছের পরিচর্যা করবো। আর এতে নতুন এই প্রজন্মের জন্য দেশ হয়ে উঠবে গাছ গাছরাতে ভরপুর।

Leave your comments

0
terms and condition.
  • No comments found