শোভা পছন্দ

User Rating:  / 1
PoorBest 

বড় আকারের আম। মধ্য মৌসুমি জাত। জুন মাসের প্রথম সপ্তাহে পাকে। আকার বেশ বড়। ৭৫০ থেকে ১২০০ গ্রাম পর্যন্ত হতে পারে। আকৃতি গোলাকার।

বড় আকারের আম। মধ্য মৌসুমি জাত। জুন মাসের প্রথম সপ্তাহে পাকে। আকার বেশ বড়। ৭৫০ থেকে ১২০০ গ্রাম পর্যন্ত হতে পারে। আকৃতি গোলাকার।

আমটির ত্বক অমসৃণ, খোসা মোটা, পাকলে অনেকটা হলুদ বর্ণ ধারণ করে। খাদ্যাংশ প্রচুর। মিষ্টতার পরিমাণ খুব বেশি নয়। রাজশাহী মহানগরীর রায়পাড়া,কাশিয়াডাঙ্গা বাগানে এই আমের গাছ রয়েছে। বাণিজ্যিকভাবে সফল না হওয়ায় নতুন করে আম চাষীরা এই গাছ রোপণ করেন না। রায়পাড়ার জমিদারগণ মুর্শিদাবাদ থেকে এই আমের চারা ব্রিটিশ আমলে সংগ্রহ করে নিজেদের বাগানে রোপন করেছিলেন। ভবিষ্যতে এই আমের চারা বিট্রিশ আমলে সংগ্রহ করে নিজেদের বাগানে রোপন করেছিলেন। ভবিষ্যতে এই জাতের আম দেশ থেকে চিরতরে বিলুপ্ত যে যাবার আশঙ্কা খুব বেশি। আম প্রদর্শনীতে শোভাবর্ধন করার জন্য আকর্ষনীয়।

Leave your comments

0
terms and condition.
  • No comments found