এফটি আইপি বাউ আম-৩(ডায়াবেটিক)

User Rating:  / 0
PoorBest 

এই জাতটির পুষ্পমঞ্জুরী বড় পিরামিডাকৃতির এবং গোলাপীবর্ণের হয়ে থাকে ।পুষ্পমঞ্জুরীর দৈর্ঘ্য ৩৮.০ সে.মি. এবং প্রস্থ৩১.০সে.মি.। জুন মাসের শেষের দিকে ফল পাকে,ফুল আসা থেকে ফল পরিপক্ক হতে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস সময় লাগে।

এই জাতটির পুষ্পমঞ্জুরী বড় পিরামিডাকৃতির এবং গোলাপীবর্ণের হয়ে থাকে ।পুষ্পমঞ্জুরীর দৈর্ঘ্য ৩৮.০ সে.মি. এবং প্রস্থ৩১.০সে.মি.। জুন মাসের শেষের দিকে ফল পাকে,ফুল আসা থেকে ফল পরিপক্ক হতে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস সময় লাগে।

ফলের আকার মাঝারী ও লম্বাটে প্রকৃতির,ফলের গড় ওজন ২৫৫ গ্রাম। গবেষনায় দেখা গেছে, এই জাতের ফল লম্বায় ১০.৬৮ সে.মি., পাশে ৭.১৭ সে.মি.,পুরুত্ব ৬.০৬ সে.মি.আঁটি গড়ে লম্বায় ৮.৮৫ সে.মি., পাশে ৪.৩৮ সে.মি.,পুরুত্ব ১.৬৮ সে.মি., এবংগড় ওজন ৪৬.২৫ গ্রাম,খোসার ওজন ৩৪.৫ গ্রাম খাওয়ার উপযোগী অংশ ১৭৪.০গ্রাম যা মোট আমের ৬৮.৩৩%। পাকা ফলের রং হলুদাভ,ফলে রসের পরিমান কম কিন্তু আঁশের পরিমান বেশী। ডায়াবেটিক রোগে আক্রান্ত রোগীরা এ ফল খেতে পারে

 

Leave your comments

0
terms and condition.
  • No comments found