x 
Empty Product
Monday, 24 February 2014 23:25

আমের প্রতিকৃতি চুরি!

Written by 
Rate this item
(0 votes)

আমের প্রতিকৃতি চুরি! অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে বিস্ময়কর এক চুরির ঘটনা ঘটেছে। কুইন্সল্যান্ডের বাউয়েনে চোরের দল মধ্যরাতে বিশাল আকৃতির এক আমের প্রতিকৃতি চুরি করে নিয়ে গেছে। এই চুরি করতে তারা ভারি মেশিনারি ও ক্রেন ব্যবহার করেছে। দেশটির কর্মকর্তারা সোমবার এ কথা জানান।

দেড়শোরও বেশি ‘বড়ো বড়ো জিনিস’এর জন্য খ্যাত বাউয়েনে ২০০২ সালে ‘বিগ ম্যাংগো’ উন্মোচন করা হয়। আমটির প্রতিকৃতির উচ্চতা ১০ মিটার ও ওজন সাত টন। শহরটিতে এ ধরনের বড়ো বড়ো জিনিস থাকায় তা পর্যটকদের অন্যতম আকর্ষণ কেন্দ্র।

বাউয়েন টুরিজমের চেয়ারম্যান পল ম্যাকলাফলিন বলেন, ধারণা করা হচ্ছে গতকাল মধ্যরাতের দিকে আমটিকে চুরি করা হয়েছে।

তিনি বলেন, প্রথমে শুনে ভেবেছি আমার সঙ্গে মশকরা হচ্ছে। কিন্তু ঘটনাস্থলে এসে দেখি ব্যাপারটি সত্য। আম অদৃশ্য।

তিনি আরো বলেন, চুরির স্থলে গোয়েন্দা ক্যামেরা ছিল। ফুটেজ দেখে আমটিকে খুঁজে পাওয়া যাবে। কারণ এটি এতো বড়ো যে কেউ না কেউ দেখে ফেলবে। আর আমরা তা খুঁজে পাবো।

অস্ট্রেলিয়া জুড়ে এ ধরনের বড়ো বড়ো ফলের প্রতিকৃতি ছড়িয়ে রয়েছে। রয়েছে বিগ ব্যানানা, বিগ পাইনএপল, বিগ স্ট্রবেরি, বিগ অ্যাপলস কিংবা অরেঞ্জস। এছাড়াও রয়েছে বড়ো বড়ো মাছ।

উল্লেখ্য বাউয়েন অস্ট্রেলিয়ায় আম উৎপাদনের জন্য খ্যাত। সূত্র: এএফপি।

Read 3900 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.