x 
Empty Product
Monday, 28 March 2016 07:32

যুক্তরাজ্যে রপ্তানি হচ্ছে কানসাটের রাসায়নিকমুক্ত আম

Written by 
Rate this item
(0 votes)

চাঁপাইনবাবগঞ্জের( কানসাটের) রাসায়নিকমুক্ত আম রপ্তানি হচ্ছে যুক্তরাজ্যে। বিশেষ ধরনের কাগজের ব্যাগ দিয়ে আবৃত করা এসব আম আজ বৃহস্পতিবার বিমানযোগে যুক্তরাজ্যে যাবে।ওয়ালমার্ট এসব আমের ক্রেতা। আজ দুই হাজার কেজি ল্যাংড়া ও ফজলি আম পাঠানো হচ্ছে।স্থানীয় আম ব্যবসায়ীরা জানান, দেশজুড়ে বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জের আম।

এ আম বিদেশে কিভাবে রপ্তানি করা যায় তা অনেক আগে থেকেই চিন্তাভাবনা করা হচ্ছিলো।তবে প্রচার ছিলো, এখানকার আমে অতিরিক্ত রাসায়নিক বালাইনাশক স্প্রে করা হয়।তাই নিরাপদ আম উৎপাদনের লক্ষ্যে গত বছর চীন থেকে ফ্রুট ব্যাগ আমদানি করা হয়। এরপর এ ফ্রুট ব্যাগ আমে আবৃত করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

সফল পরীক্ষার পর এ বছর আম রপ্তানির জন্য ব্যবসায়ীদের ফ্রুট ব্যাগ ব্যবহারের পরামর্শ দেয়া হয়।চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের (আম গবেষণা কেন্দ্র) তথ্য মতে, চলতি বছর ১ লাখ ৫০ হাজার আমে ব্যাগিং করা হয়। এতে করে ১০০ মেট্রিক টন নিরাপদ আমের উৎপাদন নিশ্চিত হয়।ফ্রুট ব্যাগিং প্রযুক্তিতে আম উৎপাদনকারীরা রপ্তানিকারক মেসার্স দ্বীপ ইন্টারন্যাশনালকে দুই হাজার কেজি আম সরবরাহ করেন।

বর্তমানে স্থানীয় বাজারে ল্যাংড়া প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ফজলি আম এখনো বাজারের সেভাবে নামেনি। আগাম জাতের ফজলি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে। চাষিরা ওয়ালমার্টের কাছে ল্যাংড়া ৭০ টাকা কেজি ও ফজলি ৫৫ টাকা কেজি দরে বিক্রি করেছেন।

http://www.banglareporter.com/details_news.php?n_id=13456&&n_category=80

Read 5193 times Last modified on Monday, 28 March 2016 12:47

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.