ধনাইচকের মসজিদ (ভিডিও)
- Published Date
- Written by Super Admin
- Hits: 6892
খঞ্জনদীঘি মসজিদের ধ্বংসাবশেষের একটু দুরেই রয়েছে আর একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ। এই মসজিদের নাম ধনাইচকের মসজিদ।
খঞ্জনদীঘি মসজিদের ধ্বংসাবশেষের একটু দুরেই রয়েছে আর একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ। এই মসজিদের নাম ধনাইচকের মসজিদ।
মসজিদটির পশ্চিম ও উত্তর দেয়ালের কিছু অংশ এবং স্তম্ভের কিছু অংশ, এখনও দাঁড়িয়ে আছে। আর রয়েছে কয়েকটি স্তম্ভের কিছু কিছু, এগুলো পাথরের তৈরী। অনেককাল আগের যে বর্ণনা পাওয়া যায় তাতে জানা যায় যে, মসজিদটিতে ৩টি গম্বুজ ছিল। কিন্তু সাম্প্রতিককালের গবেষণায় দেখা গেছে এতে ৬টি গম্বুজ ছিল। মেহরাবে ছিল অতি সুন্দর লতাপাতা ফুলের কাজ। এ মসজিদটিও ১৫ শতকে নির্মিত বলে পন্ডিতেরা অনুমান করেন। তবে এর নির্মাতা কে এ সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।
Comments
- No comments found
Leave your comments