x 
Empty Product

Articles

জানুয়ারী

User Rating:  / 1
PoorBest 

আম মহান আল্রাহ তায়ালার সৃষ্ট ফলগুলোর মধ্যে অন্যতম। প্রকৃত যত্ন আর সময়মত পরিচর্যা আমের ফলন অনেক গুন বাড়িয়ে দেয়।

আসুন দেখি একজন আম চাষী হিসেবে এই মাসে আপনার করনীয়:

#  শুধু মাত্র চারা গছে নাইট্রোজেন চাপান সার প্রয়োগ করে অন্তর দুই সপ্তাহ সেচ দিতে হবে।



#  মিলি বাগ (Mealy Bug / দইয়ে পোকার বাচ্চা জমি থেকে গাছের গুড়ি বেয়ে ওপরে ওঠে, তাই গাছের গুড়িতে ৮-১০ ইঞ্চি পলেথিন জুড়িয়ে, রাখা উচিত।



#  দ্বিতীয় সপ্তাহ থেকে হপার / শোষক পোকার বংশ বৃদ্ধি হতে থাকে কাজেই এই সময় গাছের গুড়িতে ডালপালায় এবং পাতায় ভালভাবে স্প্রে করে মা পোকা গুলিকে মেরে ফেলা উচিত।
    *  সাইপারমেথ্রিন ১০ ইসি ১ এমএল হারে / ডেলট্রামেথ্রিন ১ এমএল / ফ্যানভ্যালারেট ১ এমএল
   হারে। কার্বালিক-২  (সেভিন) ২ গ্রাম হারে
*  সাইপারমেথ্রিন + ডাইমেথয়েট (মারজার45 FC) ১ এম.এল / প্রফিনফস + সাইপারমেথ্রিন
   (সবিক্রণ45 FC) ১ এম.এল।


# পাউডারি মিলডিউ যাতে মুকুল নষ্ট করতে না পারে তার জন্য এ মাসের শেষ সপ্তাহে একবার গদ্ধকঘটিত ছত্রাকনাশক সালফার (থিওভিট)/ কর্বেন্ডাজিম ২ গ্রাম হারে স্প্রে করতে হবে।


# তাঁবু খাটানো শুয়ো পোকা ও আমের উইভিল বা ভোমরা পোকা দমনে বাগানের মাটি ভালভাবে কুপিয়ে দেয়া উচিত।



বিশ বছল বেশী বয়সের গাছের ডাল ছাঁটার প্রয়োজন হলে তা এ মাসের  দ্বিতীয় সপ্তাহেই কাজটি শেষ করা উচিত।

 

Leave your comments

0
terms and condition.
  • No comments found