x 
Empty Product

Articles

এপ্রিল

User Rating:  / 0
PoorBest 

আম মহান আল্রাহ তায়ালার সৃষ্ট ফলগুলোর মধ্যে অন্যতম। প্রকৃত যত্ন আর সময়মত পরিচর্যা আমের ফলন অনেক গুন বাড়িয়ে দেয়।

আসুন দেখি একজন আম চাষী হিসেবে এই মাসে আপনার করনীয়:


* ডাইব্যাক ও গামোসিস রোগের হাত থেকে ১০ বছরের নীচের বয়সি গাছের জন্য প্রয়োজন অনুযায়ী ৮/১০ দিন পর পর সেচ দিতে হবে।


* নতুন গাছ লাগানোর প্রস্তুতির জন্য ২ হাত প্রস্থ ২ হাত গর্ত তৈরী করতে হবে।


* দৈয়ে পোকা / মিলি বাগ এর আক্রমন  হলে মনোক্রটোফস / কার্বারিল  (সেভিন) ২ গ্রাম হারে।


* পাতার গল সৃষ্টিকারী গল মাছিসমূহ দমনে ডেলট্রামেথ্রিন  (ডেসিস) .৫ মি:লি: অথবা মনোক্রোটোফটস (নুভাক্রন) ১ মি:লি: অথবা ফসফামিডন ১ এমএল হারে নতুন পাতা ভিজিয়ে স্প্রে করা উচিত।


* আমের ফুট ও ষ্টোন উইভিল দমনে ফেনথিয়ন  লেবাসিড) ৫০ ইসি বা ফেনট্রাথিয়ন (সুমিথিয়ন) ২ মি: লি: হারে গাছের আম ও ডালপালা ভিজিয়ে স্প্রে করতে হবে। বিষটোপ দেয়া ও বাগান ব্লিচিং পাউডার ৫ গ্রাম হারে দিয়ে স্প্রে করতে হবে এবং বাগান পরিষ্কার রাখতে হবে।


* আমের পাতা কাটা পোকার আক্রমন দমনে মাটিতে পড়ে থাকা সকল পাতা যোগড় করে ধ্বংস করতে হবে। এছাড়াও উপরের যে কোন একটি কীটনাশক বিকেলে প্রয়োগ করা যেতে পারে।


* পাতার রেড রাষ্ট বা মরিচা রোগ এবং ফল পচা রোগ দুর করতে ১০ দিন অন্তর দু-বার ব্যাভিমিটন ও ব্লাইটিক্স ২ গ্রাম হারে পালাক্রমে স্প্রে করা উচিত।


* ফল ঝরা ও ফলের আকার বৃদ্ধির জন্য এ মাসে ৪.৫ লিটার পানিতে ১ মি:লি: হারে খুব সকালে অথবা সন্ধার পূর্বে কম আলোতে স্প্রে করা যেতে পারে।


* কচি আমের ফল ছিদ্রকারী পোকার আক্রমণে  (ফেনিট্রোথিয়ন) সুমিথিয়ন ফেনিথন ৫০ ইসি- ২ এমএল হারে ডালপালায় ভালভাবে স্প্রে করা উচিত।

আম পচন রোধে আম সংগ্রহের পর গরম পানিতে (৫৫ সে: তাপমাত্রায়) ৫ মিনিট ডুবিয়ে তারপর শুকিয়ে গুদামজাত করা প্রয়োজন।

 

Leave your comments

0
terms and condition.
  • No comments found