রাজার কবর
- Published Date
- Written by Super Admin
- Hits: 10079
ঐতিহাসিক ছোট সোনামসজিদের পূর্ব উত্তর কোনে ২ জন অজ্ঞাত ব্যাক্তির প্রস্তর নির্মিত সমাধি পরিদৃষ্ট হয়। কবর ২টি অপেক্ষাকত উুচু ভূমির উপর প্রতিষ্ঠিত। কবর ২টি উত্তর দক্ষিণে ১৫ ফুট এবং পূর্ব পশ্চিমের পরিমাপ সাড়ে ১০ ফুট। মধ্য যুগীয় কায়দায় কবর
ঐতিহাসিক ছোট সোনামসজিদের পূর্ব উত্তর কোনে ২ জন অজ্ঞাত ব্যাক্তির প্রস্তর নির্মিত সমাধি পরিদৃষ্ট হয়। কবর ২টি অপেক্ষাকত উুচু ভূমির উপর প্রতিষ্ঠিত। কবর ২টি উত্তর দক্ষিণে ১৫ ফুট এবং পূর্ব পশ্চিমের পরিমাপ সাড়ে ১০ ফুট। মধ্য যুগীয় কায়দায় কবর
২টির বক্ষেকালো পাথরের ফলক বিদ্যমান। চার কোণে ৪টি পাথরের নক্সা করা ছোট পিলার স্থাপিত। মূল কবরের শিযরে (উত্তর দিকে) প্রস্তর খন্ড ২টিতেই মহান আল্লাহ তাআলার নামে এবং কালেমা উৎকীর্ণ সাধিগুলো মসজিদের প্রতিষ্ঠতা ও তার একজন আত্নীয়ের হতে পারে। ক্যানিং হ্যাম স্থানীয় কিংবদন্তীর উদ্ধৃতি দিয়ে বলেছেন, ওগুলো মেকী কবর এবং কবর ২টিতে নির্মাতা তার ধনরত্নমজুত করেছিলেন।
মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম কবর ২টি মুসলিম শহীদের বলে উল্লেখ করেন। তার মতে কাঝেরদের সহিত সম্মুখ সমরে তাহারা শাহাদত বরণ করেন এবং উক্ত স্থানে অতি সম্মানের সহিত তাহাদের সমাহিত করা হয়। সমাধির শিয়ারে কোরাআনের বানী খোদিত।মাওলানা আমিরুল সাহেব এ তথ্য কোথা হতে পেয়েছেন, তার উল্লেখ করেননি।
কবরের গাত্রে উৎকীর্ন শিলা লিপি ২টিই বর্তমানে অস্পষ্ট। মুন্সি এলাহী বখশ শিলা লিপি ২টি পাঠ দিয়ে যান। অন্য একটি সূত্র মতে একটি কবরকে আসালত খন হফত কলমী নামক একজন বণিকের কবরের উল্লেখ করা হয়েছে।১২১ ছোট সোনা মসজিদের দক্ষিণ পূর্ব কোণে আরো ১টি আধুনিক চাইলস সজ্জিত কবর ২টি হচ্ছে১৯৭১ সালে সম্মুখ সমরে নেতৃত্বদানকারী ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের (বীর শ্রেষ্ঠ, শহীদ হবার তারিখ ১৪ ডিসেম্বর ১৯৭১ ভারতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান। কবর ২টিতে বাংলায় ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় এই সূর্য্য সন্তানদের বীরত্বের কাহিনী ও জীবন বৃত্তান্ত খোদায় রয়েছে।
Comments
- No comments found
ফজলি আপডেট
- গৌড় নগরীর জন্ম
- গৌড় নগরীর শেষ পরিনতি
- সকল হাফিজ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ৫০% ফ্লাট মুল্যছাড়
- দাওয়াত ও তাবলীগের মেহনতে একাধারে তিন চিল্লা দিয়েছেন এমন পরিবারের জন্য পরিবারের জন্য কুরিয়ার খরচ ফ্রি
- হাফিজ ও আলেম পরিবারের জন্য কুরিয়ার ফ্রি
- সাল লাগানো আলেম পরিবারের পরিবারের জন্য কুরিয়ার ও প্যাকেজিং খরচ ফ্রি
- সরকারী মেডিক্যাল কলেজ এর সকল শিক্ষক ও ছাত্রদের জন্য ১০% ফ্লাট মুল্যহ্রাস
- সকল হাফিজ পরিবারের জন্য প্যাকেজিং খরচ ফ্রি
- সকল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য কুরিয়ার খরচ ফ্রি
- মাদ্রাসা পড়ুয়া সকল ছাত্রদের পরিবাবের জন্য ১০% মুল্যহ্রাস
- প্রতিবন্ধী পরিবারের জন্য কুরিয়ার ও প্যাকেজিং খরচ ফ্রি
- ঢাকায় অবস্থানরত মুক্তিযোদ্ধা পরিবারের জন্য হোম ডেলিভারি ফ্রি
- চিল্লায় সফরে আছেন এমন পরিবারের জন্য হোম ডেলিভারি ফ্রি
- আমাদের পুরানো গ্রাহকদের জন্য ৳২০০ টাকা ইনস্ট্যান্ড ক্যাশব্যাক
Leave your comments