আম গাছের শ্রেণীবিভাগ
- Published Date
- Written by Super Admin
- Hits: 10552
স্থায়ীভাবে একটি সুন্দর ফলের বাগান করার ইচ্ছা, কিন্তু জমির পরিমাণ অল্প, এক্ষেত্রে এই দুটো বিষয়কেই সমন্বিত করতে হবে। এমন বাগান তৈরি করতে হবে যাতে করে বাগানটি দীর্ঘস্থায়ী হয় এবং সেখান থেকে বংশপরম্পরায় লাভবান হওয়া যায়।
স্থায়ীভাবে একটি সুন্দর ফলের বাগান করার ইচ্ছা, কিন্তু জমির পরিমাণ অল্প, এক্ষেত্রে এই দুটো বিষয়কেই সমন্বিত করতে হবে। এমন বাগান তৈরি করতে হবে যাতে করে বাগানটি দীর্ঘস্থায়ী হয় এবং সেখান থেকে বংশপরম্পরায় লাভবান হওয়া যায়।
তিনটি শ্রেণীতে রোপণকৃত বৃক্ষগুলোকে ভাগ করা যেতে পারে। প্রথম শ্রেণী ব আকারের গাছ অর্থাৎ মুল বাগানের জন্য আমগাছ। দ্বিতীয় শ্রেণীতে মধ্যমাকৃতির গাছ যেমন পেয়ারা, কুল, আমড়া, বাতাবি লেবু ইত্যাদি। তৃতীয় শ্রেণী গাছ ছোট আকারে যেমন লেবু, কাগজি লেবু, শরিফা, ডালিম। প্রথম শ্রেণীর গাছ ৪০ ফুট অন্তর রোপণ করতে হয়। এই গাছগুলোর আয়ু অন্তত ৮০ থেকে ৯০ বছর। দ্বিতীয় শ্রেণীর গাছ ২০ ফুট অন্তর রোপণ করা উচিত। এই গাছগুলোর আয়ু প্রায় ১৫-২০ বছর। আমগাছের সাথে এভাবে অন্য শ্রেণীর ফলগাছ রোপণ করলে মুল আমবাগানের কোনো ক্ষতি হয় না। বরং আমগাছ বড় আকার নিতে যে সময় নেয়, এর মধ্যেই তৃতীয় শ্রেণীর জাতটি আর বেঁচে থাকে না। এ সময় আমগাছের জন্য এবং মাঝারি শ্রেণীর গাছগুলির জন্য জায়গা তৈরি হয়ে যায়। দ্বিতীয় শ্রেণীর গাছগুলোরও আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছে যাবে। এসময় টিকে থাকবে শুধু আমের গাছগুলো। তখনই আমবাগানটি পৌঁছে যাবে সর্বোচ্চ উৎপাদন।
Comments
- No comments found
ফজলি আপডেট
- গৌড় নগরীর জন্ম
- গৌড় নগরীর শেষ পরিনতি
- সকল হাফিজ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ৫০% ফ্লাট মুল্যছাড়
- দাওয়াত ও তাবলীগের মেহনতে একাধারে তিন চিল্লা দিয়েছেন এমন পরিবারের জন্য পরিবারের জন্য কুরিয়ার খরচ ফ্রি
- হাফিজ ও আলেম পরিবারের জন্য কুরিয়ার ফ্রি
- সাল লাগানো আলেম পরিবারের পরিবারের জন্য কুরিয়ার ও প্যাকেজিং খরচ ফ্রি
- সরকারী মেডিক্যাল কলেজ এর সকল শিক্ষক ও ছাত্রদের জন্য ১০% ফ্লাট মুল্যহ্রাস
- সকল হাফিজ পরিবারের জন্য প্যাকেজিং খরচ ফ্রি
- সকল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য কুরিয়ার খরচ ফ্রি
- মাদ্রাসা পড়ুয়া সকল ছাত্রদের পরিবাবের জন্য ১০% মুল্যহ্রাস
- প্রতিবন্ধী পরিবারের জন্য কুরিয়ার ও প্যাকেজিং খরচ ফ্রি
- ঢাকায় অবস্থানরত মুক্তিযোদ্ধা পরিবারের জন্য হোম ডেলিভারি ফ্রি
- চিল্লায় সফরে আছেন এমন পরিবারের জন্য হোম ডেলিভারি ফ্রি
- আমাদের পুরানো গ্রাহকদের জন্য ৳২০০ টাকা ইনস্ট্যান্ড ক্যাশব্যাক

Leave your comments