বাগানে আন্ত ফসল
- Published Date
- Written by Super Admin
- Hits: 22100
আমগাছ রোপণের পর গাছগুলোর মধ্যেকার ফাঁকা অনেক অংশ রয়ে যায়। আমগাছের ডাল পালা বড় হতে এবং আশেপাশের ছড়িয়ে যেতে প্রায় ২৫-৩০ বছর সময় লেগে যায়। এই সময়টুকু কাজে লাগিয়ে নির্বিঘ্নে
আমগাছ রোপণের পর গাছগুলোর মধ্যেকার ফাঁকা অনেক অংশ রয়ে যায়। আমগাছের ডাল পালা বড় হতে এবং আশেপাশের ছড়িয়ে যেতে প্রায় ২৫-৩০ বছর সময় লেগে যায়। এই সময়টুকু কাজে লাগিয়ে নির্বিঘ্নে
সেখানে আন্তফসল বা সাথী ফসলের চাষ করা যায়। আমবাগান স্থাপনের সময় এ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় আনা উচিত। আমবাগানের জন্য কলা, পেঁপে, আনারস, পেয়ারা, লেবু ইত্যাদি আন্তফসল হিসাবে উপযুক্ত। সবজি জাতীয় আন্তফসলের মধ্যে লালশাক, পালংশাক, ডাঁটাশাক, বেগুন, ঢেড়শ, টমেটো, সিম ইত্যাদির চাষ করা যায়। মশলাজাতীয শস্যের মধ্যে হলুদ, আদা, ধনে, মরিচ বিশেষভাবে উল্লেখ করা যায়। প্রথম ২-৩ বছর আবগানানের ফাঁকা জায়গায় ধান, গম, ভুট্টা, আখ, মাসকালাই ইত্যাদির চাষ করা যাবে। রাজশাহী ও নাটোর অঞ্চলে আমবাগান স্থাপন করার পর অন্তত ১০ বছর সেখানে সহজেই আখের চাষ করা যাবে।
আমসহ অন্যান্য বৃক্ষজাতীয় ফলের বাগানে আন্তফসল উৎপাদনের জন্য বাগান স্থাপনকারীর সদিচ্ছা অত্যন্ত জরুরি। এর বাস্তবায়নের জন্য অর্থ ও লোকবলের প্রয়োজন। যিনি একাজটি সঠিকভাবে করবেন, তাকে সেই বাগান থেকে আয়ের জন্য ৭-৮ বছর অপেক্ষা করতে হবে না। দ্বিতীয় বছর থেকেই অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে। বৃক্ষজাতীয় ফলবাগান থেকেআয় আসতে দীর্ঘদিন সময় লাগে একথাটি এখন আর বিশ্বাসযোগ্য নয়।
Comments
- No comments found
ফজলি আপডেট
- গৌড় নগরীর জন্ম
- গৌড় নগরীর শেষ পরিনতি
- সকল হাফিজ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ৫০% ফ্লাট মুল্যছাড়
- দাওয়াত ও তাবলীগের মেহনতে একাধারে তিন চিল্লা দিয়েছেন এমন পরিবারের জন্য পরিবারের জন্য কুরিয়ার খরচ ফ্রি
- হাফিজ ও আলেম পরিবারের জন্য কুরিয়ার ফ্রি
- সাল লাগানো আলেম পরিবারের পরিবারের জন্য কুরিয়ার ও প্যাকেজিং খরচ ফ্রি
- সরকারী মেডিক্যাল কলেজ এর সকল শিক্ষক ও ছাত্রদের জন্য ১০% ফ্লাট মুল্যহ্রাস
- সকল হাফিজ পরিবারের জন্য প্যাকেজিং খরচ ফ্রি
- সকল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য কুরিয়ার খরচ ফ্রি
- মাদ্রাসা পড়ুয়া সকল ছাত্রদের পরিবাবের জন্য ১০% মুল্যহ্রাস
- প্রতিবন্ধী পরিবারের জন্য কুরিয়ার ও প্যাকেজিং খরচ ফ্রি
- ঢাকায় অবস্থানরত মুক্তিযোদ্ধা পরিবারের জন্য হোম ডেলিভারি ফ্রি
- চিল্লায় সফরে আছেন এমন পরিবারের জন্য হোম ডেলিভারি ফ্রি
- আমাদের পুরানো গ্রাহকদের জন্য ৳২০০ টাকা ইনস্ট্যান্ড ক্যাশব্যাক

Leave your comments