x 
Empty Product

বারি আম-২

User Rating:  / 0
PoorBest 

প্রতি বছর ফল ধারণ ক্ষমতা সম্পন্ন জাত। ফলের ওজন গড়ে ২৫০ গ্রাম। ফলের খোসা মধ্যম পুরু ও মসৃন। বাংলাদেশের সবখানেই এ জাতটির চাষ করা যায়।

প্রতি বছর ফল ধারণ ক্ষমতা সম্পন্ন জাত। ফলের ওজন গড়ে ২৫০ গ্রাম। ফলের খোসা মধ্যম পুরু ও মসৃন। বাংলাদেশের সবখানেই এ জাতটির চাষ করা যায়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ফসল ও ফলের নতুন জাত উদ্ভাবনের জন্য বহুমুখী গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় একটির নাম বারি-২ ।এদেশের আমচাষীদের আম চাষাবাদে আগ্রহের কথা বিবেচনা করে বাংলাদেশ নতুন জাতগুলো আমচাষীদেরকে বানিজ্যকভাবে আম চাষাবাদের জন্য আগ্রহ সৃষ্টি করবে বলে বিজ্ঞানীদের আশাবাদ। জাতীয় আম প্রদর্শণী ও রঙিন আম প্রদর্শণীর মাধ্যমে আমের অনেক জাত সংগ্রহ করা হয়। পরে জাতগুলোর উপর কয়েক বছর নিবিড় গবেষণা করা হয়। তারপর জাতগুলো অনুমোদনের জন্য জাতীয় বীজ বোর্ড পাঠানো হয়।জাতটি নির্বাচন পদ্ধতির মাধ্যমে মুক্তায়িত করা হয়েছে। কৃষি গবেষণা ইনস্টিটিউট একের পর এক উচ্চফলনশীল জাত উদ্ভাবন করে চলেছে। এর অপর নাম লখনা, লক্ষণভোগ।

 

 

 

 

 

 

আরও কিছু ছবিঃ

Leave your comments

0
terms and condition.
  • No comments found