x 
Empty Product
  • 1.jpg
  • 2.jpg
  • 3.jpg
  • 4.jpg
  • 5.jpg

নিউজ আপডেট : আমের সর্বশেষ খবর

.

একনজরে আমাদের প্যাকেজিংঃ

আম রিপ্লেসমেন্ট সুবিধা

আম জগতে কেবল আমরাই দিচ্ছি ১০০%  রিপ্লেসমেন্ট সুবিধা:

কাঁচা পণ্যে রিপ্লেসমেন্ট সুবিধা দেবার উদাহরন খুবই কম।
অগ্রীম টাকা পরিশোধ করে ২/৩ দিন অপেক্ষা করার পর যখন আমগুলো গ্রাহকের হাতে পৌছায় তখন যেন আনন্দের সীমা থাকে না। কিন্তু পরিবহন বা কুরিয়ার সার্ভিসের অবহেলার কারনে যখন আমগুলো ক্ষতিগ্রস্থ হয়, তখন ক্ষতিগ্রস্থ আমগুলো গ্রাহক কে ভীষন কষ্ট দেয়।
গ্রাহকের এ কষ্ট আমরা বুঝি।
আর তাই শর্তসাপেক্ষে আমরা ১০০% আম রিপ্লেসমেন্ট সুবিধা দিয়ে থাকি।


নিয়মাবলী:
১। শতভাগ রিপ্লেসমেন্ট পাবেন। এখেত্রে নষ্ট বা খাবার অনুপোযোগী আমগুলোকে আলাদা করে একটা ভিডিও শর্ট নিয়ে রাখুন। এবং আমগুলোর সঠিক পরিমাপ নির্নয় করুন।
২। ০১৯১৯৩৩৯৯৫৫ নাম্বরে কল করে আপনার অর্ডার নাম্বার বা কুরিয়ারের নাম+তারিখ+সিএন নাম্বার ও নষ্ট আমগুলোর নাম ও সঠিক পরিমাপ বলুন। আমের সংখ্যা না বলে আমের পরিমাপ বলুন।
৩। আপনার পরবর্তি অর্ডারের সাথে অতিরিক্ত আমগুলো পাঠানো হবে। সে পর্যন্ত অপেক্ষা করুন।


:: লক্ষ করুন ::


১। রিপ্লেসমেন্ট সুবিধা কেবলমাত্র পরিবহন বা কুরিয়ারে ক্ষতিগ্রস্থ আমগুলোর জন্য পাবেন।
২। আমগুলো কেমিক্যাল মুক্ত। তাই এর পচন প্রবনতা খুব বেশি। আমগুলোকে সঠিকভা্বে সংরক্ষন করুন। অসাবধানতার কারনে ক্ষতিগ্রস্থ আমগুলোর কোন রিপ্লেসমেন্ট সুবিধা নাই।
৩। মুল্য ফেরত বা কর্তন নাই। আমের স্টক সাপেক্ষে একই জাতের আম রিপ্লেসমেন্ট দাওয়া হবে। ঐ আমের স্টক শেষ হয়ে গেলে সমমুল্যের অন্য কোন আম দেওয়া হবে। এক্ষেত্রে গ্রাহকের পছন্দ প্রাধান্য পাবে। গ্রাহক চাইলে অতিরিক্ত মুল্য যোগ করে তুলনামুলকভাবে বেশি মুল্যের আমও নিতে পারবে।

আরজ: ১-২% ক্ষতি স্বাভাবিক। আর এজন্য মুলত আমরা দায়ী না। তাই অল্প কিছু ক্ষতিকে স্বাভাবিক মনে করে মেনে নিলে ভালো হয়।

Comment (0) Hits: 97671

আম কেনার পর করনীয়

 

আমগুলো গাছ থেকে নামানো হতে ট্রান্সপোর্ট বা কুরিয়ার পয়েন্টে পৌছানো পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে থাকে। এর পর এটা একরকম আমাদের আয়ত্ত্বের বাইরে চলে যায়। আর আম সিজনে কুরিয়ার সার্ভিস গুলো অতিরিক্ত চাপের কারনে তাদের সেবার মান ঠিক রাখতে পারেনা। ফলে আমগুলো হাতে পেতে একদিকে যেমন দেরি হয়, অন্যদিকে আমগুলো ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনাও থাকে।

তাই আমগুলো হাতে পাবার পর নিন্মের বিষয়গুলো অতি যত্নের সাথে খেয়াল করুন:

 

 আমগুলো হাতে পাবার পর সবার আগে কি করবেন?

  কেমিক্যাল বিহীন আম গুলো অনেক সংবেদনশীল হয়। তাই উপযুক্ত সংরক্ষনের অভাবে আমগুলো আংশিক বা পুরোপুরি নষ্ট/পঁচে হয়ে যেতে পারে। তাই নিম্নে বর্নিত কিছু বিষয় অবশ্যই নজরে আনা দরকার:

  ১.  আম গুলো হাতে পাবার পর যত দ্রুত সম্ভব আম গুলোকে কাটুন বা ক্যারেট  থেকে বের করে ফেলতে হবে । আমের গায়ে ভেজা বা আদ্র ভাব দেখলে ফ্যানের বাতাসে শুকিয়ে তা আদ্রমুক্ত করতে হবে। ভেজা ঘামযুক্ত আমে  এন্থ্রাকজন নামক ছত্রাক  খুব সহজেই আক্রমন করে।
  ২.  এর পর পরিষ্কার খড়/পাটের বস্তা/কাঠের তক্তা / মোটা পেপার বা কাটুন  বিছিয়ে তার উপরে আম রাখাতে হবে । নিচের ঠান্ডা আবহাওয়া আম কে আধাপাকা-আধাকাঁচা করতে সাহায্য করে। ফলে আমগুলো টক ও খাওয়ার অযোগ্য হয়ে যায়। আম পাকার জন্য গরম এরং শুষ্ক ঘর বেছে নিন। এক্ষেত্রে বদ্ধ স্টোর রুম সবচেয়ে ভালো হতে পারে।
  ৩.  পরিবহনের কারনে আঘাতপ্রাপ্ত আম গুলো আলাদা করে ফেলতে হবে । কারন এগুলো সবার আগে ক্ষতিগ্রস্থ হতে পারে।
  ৪. আম পাকানোর জন্য AC  রুম বা খোলা বারান্দা পরিহার করুন।
৫। আম গুলো দিনে কয়েকবার চেক করুন। চেক করতে আঙ্গুলের চাপ দিবেন না। ঠোঁকা দিয়ে পরীক্ষা করুন। টক-টক শব্দ মানে কাঁচা, ঠস-ঠস শব্দ মানে পাকা। নাকের সাহায্য নিন। ফরমালিন মুক্ত পাকা আমের একটা মনকাড়া সুন্দর সুগন্ধ আছে। আম পেকে গেলে দ্রুত খেয়ে ফেলুন। পাকা আম পঁচতে মাত্র কয়েকঘন্টা সময় লাগে।
 ৬। মিষ্টি আমগুলো  কাঁচা  অবস্থায় খুব বেশি টক থাকে । তাই আম পাকার সঠিক সময়ের আগে খেলে আমগুলো অবশ্যই টক লাগবে ।
  ৭। প্রয়োজনের বেশি আম পেকে গেলে আমের বোঁটা/মুখ কেটে পলিথিনে পুরে ফ্রিজে নরমালে রেখে দিন। ৫-৭ দিন স্বাভাবিক থাকবে। তবে সাবধান, বেশি দিন হলে পাল্ব/জুস হয়ে যাবে।
  ৮। কোন সমস্যা হলে সংকোচ ছাড়া সরাসরি ফোন দিন: ০১৮৮২৭৩০.৫৫৫ নাম্বারে।

:: লক্ষ করুন ::

  ১। আম গুলোকে পানিতে ধুবেন না বা “হট ওয়াটার ট্রিটমেন্ট” করবেন না। এতে আমগুলো ঠিকমত পাকবেনা।
  ২। বাক্স, বালতি, ক্যারেটের মধ্যে বা আমের উপর আম গাদা রেখে আম পাকাতে দিবেন না।
৩। ঠান্ডা মেঝের উপর সরাসরি আম পাকাতে দিবেন না। এতে আমের অংশ বিশেষ কাঁচা থাকবে।
 ৪। আমের আঠা শরীরে লাগলে সাথে সাথে পানি/সাবান দিয়ে ধুয়ে ফেলুন। ৮/১০ মিনিটেই এটা ক্ষত সৃষ্টি করে ফেলতে পারে। চোখে পড়লে ভয় পাবার কিছু নাই, সাথে সাথে পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলুন। আরও শঙ্খামুক্ত হতে চাইলে পানি সহ বড় বালতিতে মুখ ডুবিয়ে পানির মধ্যে কয়েকবার চোখ খোলা-বন্ধ করতে থাকুন। ক্ষতির আশংকা দেখলে ডাক্তারের পরামর্শ নিন।
  ৫। প্রয়োজনের বেশি আম পেকে গেলে আমগুলো ফ্রিজে রেখে দিন। সম্ভব না হলে আমের খোসা ছড়িয়ে আঠি ফেলে পাল্ব (আমের খাদাংশ) বানিয়ে ফ্রিজে রাখুন। পরে জুস/আমসত্ব বানানো যাবে। বড় প্লেট/বোল/হাঁড়িতে তেল মাখিয়ে তার উপর পাল্ব ঢেলে রোদে বা গ্যাসে শুকালেই আমসত্ত তৈরি হয়ে যায় যা বছরজুড়ে খাওয়া যায়।
  ৬। যেহেতু আমরা আমে কোন কেমিক্যাল ব্যাবহার করি না, তাই সামান্য কিছু আম ক্ষতিগ্রস্থ হতে পারে। এটাকে স্বাভাবিক মনে করুন। আধাপাকা, আঘাতপ্রাপ্ত, নষ্ট আমগুলোর ভালো অংশগুলোকে ফেলে দিবেননা। এগুলোকে গরম পানিতে সিদ্ধ করে পাকা আমের ন্যায় পাল্ব তৈরি করুন। মজাদার টক আমসত্ব তৈরি হবে যা শিশু বা মেয়েরা খুব পছন্দ করে।

 

 
আম দ্রুত পাকাতে চাইলে যা করবেন:

  আমগুলো একটি কাগজের শপিং ব্যাগে ভরে নিন।  ব্যাগের ভেতরে দশটি আমের জন্য ফরমালিন মুক্ত একটি আপেল/কলা/টমেটো রেখে দিন। কাগজের ব্যাগের মুখটি ভালোকরে বেঁধে দিতে হবে। এগুলো থেকে নির্গত “ইথিলিন” গ্যাস আম গুলোকে দ্রুত পাকাতে সাহায্য করবে। আম ভর্তি ব্যাগটি স্টোর রুমে বা  গরম কোনো স্থানে রেখে দিতে পারেন।  ০১ থেকে ০২ দিনের মধ্যেই আম গুলো খাবার উপযোগী হবে।


আম দেরিতে পাকাতে চাইলে যা করবেন:

  পুষ্ট কাঁচা আম আশ্যাওড়া পাতা বা দাতন গাছ (এক প্রকার শ্যাওড়া পাতা) বা লাউ-কুমড়ার পাতা বা কলা পাতা দিয়ে ঢেকে রেখে দিলে অখবা কুসুম গরম পানিতে ৫-৬ মিনিট ধুয়ে বেশ কয়েকদিন সংরক্ষণ করা যায় ।


আম বেশিদিন কাঁচা রাখতে চাইলে যা করবেন:

  লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাবার জন্য অথবা তরকারিতে ব্যাবহার করার জন্য অনেকে আমগুলোকে বেশিদিন কাঁচা রাখতে পছন্দ করে। এ ক্ষেত্রে নির্ধারিত আমগুলোকে সরিষার তেল মাখিয়ে রেখে দিলে বেশ কয়েকদিন দিন কাঁচা থাকে। এছাড়াও বোঁটা কেটে ফ্রিজে ডিপে রেখে দিলেও অনেক দিন ভালো থাকে।

 

 আমাদের প্রতি আস্থা বাড়াতে আপনি চাইলে নিন্মের পদ্ধতি অবলম্বন করে আমগুলো পরীক্ষা করতে পারেন:

  ১।  ফরমালিন যুক্ত আমে কক্ষনও মাছি বসে না। তাই পাকা আমে মাছির আগমন দেখলে আপনি নিশ্চিত যে আমে ফরমালিন বা কেমিক্যাল নাই।
  ২।  আম গাছে থাকা অবস্থায় আমের শরীরে এক রকম সাদাটে ভাব থাকে। কিন্তু ফরমালিন বা অন্য রাসায়নিকে চুবানো আম হবে ঝকঝকে সুন্দর।
  ৩।  কারবাইড বা অন্য কিছু দিয়ে পাকানো আমের শরীর হয় মোলায়েম ও দাগহীন। কেননা আমগুলো অপরিপক্ক অবস্থাতেই পেড়ে  কেমিক্যাল  দিয়ে পাকানো হয়। অতিরিক্ত কেমিক্যাল স্প্রে বিহীন পরিপক্ক আমের ত্বকে দাগ পড়বেই।
  ৪।  পরিপক্ক গাছপাকা আমের ত্বকের রঙে ভিন্নতা থাকবে। গোঁড়ার দিকে গাঢ়  রঙ হবে, সেটাই স্বাভাবিক। কার্বাইড দেওয়া  আমের  আগাগোড়া  হলদেটে হয়ে যায়, কখনো কখনো বেশি দেওয়া হলে সাদাটেও হয়ে যায়।
  ৫।  হিমসাগর, আশ্বিনা,  ছাড়াও আরও নানান জাতের আম আছে যা পাকলেও সবুজ থাকে, কিন্তু অত্যন্ত মিষ্টি হয়। গাছপাকা হলে এইসব আমের ত্বকে বিচ্ছিরি দাগ পড়ে। কেমিক্যাল দিয়ে পাকানো হলে  আমের শরীর হয় মসৃণ ও সুন্দর।৬।  আম নাকের কাছে নিয়ে ভালো করে শুঁকে কিনুন। গাছ পাকা আম হলে অবশ্যই বোটার কাছে ঘ্রাণ থাকবে। কেমিক্যাল দেওয়া আম হলে কোনো গন্ধ থাকবে না, কিংবা বিচ্ছিরি বাজে গন্ধ থাকবে।
  ৭।  আম মুখে দেওয়ার পর যদি দেখেন যে কোনো স্বাদ নেই কিংবা আমে টক বা মিষ্টি কোনো ভাব নেই, বুঝবেন সে আমে কেমিক্যাল দেওয়া।
  ৮।  আম কেনা হলে কিছুক্ষণ রেখে দিন। এমন কোথাও রাখুন যেখানে বাতাস চলাচল করে না। গাছ পাকা আম হলে গন্ধে মৌ মৌ করে চারপাশ। ওষুধ দেওয়া আমে এ মিষ্টি গন্ধ হবেই না।
   ৯।  আমের গায়ে সাধারণত এক ধরনের সাদা পাউডারের মতো থাকে। যা পানিতে বা ফরমালিনে চুবালে চলে যায় । এটাও খেয়াল রাখুন।
  ১০।  কেমিক্যালে পাকানো আম হলুদ না হয়ে সাদার মত রং ধারণ করে। অনেক সময় ক্রেতার নজর কাড়তে ও আমের গায়ে থাকা দাগ দূর করতে এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। কিছু আম আছে যে পাকলেও চামড়া সবুজ থাকে এরকম আম ক্রেতারা দেখেই কিনতে চায় না। তাই এরকম ক্রেতাদের ভুলের কারণেও কেমিক্যালের ব্যবহার হয়।

 

 

 

Comment (1) Hits: 88460

পেমেন্ট পদ্ধতি

আপনার মোট বিল নিন্মক্ত যে কোন একটি পদ্ধতি অবলম্বন করে প্রাদন করা যেতে পারে।
এক্ষেত্রে মোট বিল = আমের মোট দাম+ পরিবহন বা কুরিয়ার খরচ+ ক্যারেট খরট (যদি লাগে) + বিকাশ থরচ (যদি লাগে) ।
অফলাইনে টাকা পাঠানো হলে ০১৭১২-৩৩৯৯৫৫ নাম্বারে কল বা SMS করে আপনার পেমেন্ট নিশ্চিত করুন।

 

পেমেন্ট মেথড:

ব্যাংক:

ফাষ্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড
একাউন্ট নাম: FOZLI MANGO PACK
একাউন্ট নাম্বার:  136 111 0000 7944

 

ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
একাউন্ট নাম: FOZLI MANGO PACK
একাউন্ট নাম্বার: 70171 0021 5121

 

ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটড
একাউন্ট নাম: FOZLI MANGO PACK
একাউন্ট নাম্বার: 2050 7770 1021 44202

মোবাইল ব্যাংকিং :

Bkash : 01712-339955 অথবা 01882730601~610 (পার্সোনাল নাম্বার। সেন্ড মানি করতে হবে )

Nagad : 01712-339955 (পার্সোনাল নাম্বার। সেন্ড মানি করতে হবে )

Rocket: 01712-339955 (পার্সোনাল নাম্বার। সেন্ড মানি করতে হবে )


 

:: লক্ষ করুন ::

* উল্লেখিত পেমেন্ট মাধ্যম ছাড়া অন্য কোন একাউন্টে টাকা লেনদেন করবেন না।
* বিকাশে লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে সাবধানতা অবলম্বন করুন।
* মোবাইল লেনদেনে রেফারেন্স হিসেবে আপনার মোবাইল নাম্বার ব্যাবহার করুন।
* DBBL এ অতিরিক্ত সংখ্যা হিসেবে (৫) যোগ করুন।
* মার্কেটিং অফিসারদের সাথে ব্যাক্তিগত সম্পর্কে জড়াবেন না। স্টাফ পরিচয়ে কারোর কথায় অন্য কোন একাউন্টে বা মোবাইল নাম্বারে টাকা লেনদেন করবেন না।
* অফলাইনে টাকা পাঠানোর পর ০১৭১২-৩৩৯৯৫৫ নাম্বারে কল করে আপনার পেমেন্ট নিশ্চিত করুন। পেমেন্ট করার পর আপনার ঠিকানা উক্ত নাম্বারেই SMS বা কল করে আপনার অর্ডার নিশ্চিত করুন।

Comment (1) Hits: 87480

আম কেনার পদ্ধতি

আমাদের কাছে আম কেনার পদ্ধতি:

পদ্ধতি ১: অনলাইন
১। অনলাইনে আম কিনতে "অনলাইন মার্কেট" থেকে আপনার পছন্দনীয় আম টি সম্পর্কে আগে ভালো করে জানুন এবং আম পছন্দ করার পর আমের পরিমাপ নির্ধারন করে 'Add to Cart" বাটনে ক্লিক করুন।
২। আম কেনা শেষ হলে "Show Cart" বাটন থেকে অপনার বিল সংগ্রহ করুন।
৩। কাষ্টমার বিলিংই ইনফোরমেশন ফরম পুরন করুন।
৪। পেমেন্ট ও শিপমেন্ট মেথড সিলেক্ট করার পর চেক আউট করুন।
৫। আমের মোট দাম ও শিপমেন্ট খরচ  আমাদের পেমেন্ট গেটওয়ে ব্যাবহার করে পেমেন্ট করুন।
৬। আপনার পছন্দের আমটি হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

 
পদ্ধতি ২: অফলাইন
১। আপনার পছন্দনীয় আম টি সম্পর্কে আগে ভালো করে জানুন।
২। আমাদের সেলস নাম্বারে সরাসরি ফোন করে আপনার পছন্দের আমটির প্রাপ্ততা ও দাম নিশ্চিত করুন।
৩। মোট বিলের পরিমাপ জানার পর আমাদের অগ্রীম বিল পরিশোধ করুন।
৪। আপনার পছন্দের আমটি হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

 

পরিবহন ব্যাবস্থা :

কুরিয়ারঃ  কানসাট থেকে বাংলাদেশের যে কোন যায়গায় আম পাঠানোর অন্যতম মাধ্যম কুরিয়ার সর্ভিস। আপনি চাইলে প্রচলিত যে কোন কুরিয়ার সার্ভিস ব্যাবহার করে আপনার আম সংগ্রহ করতে হবে। এখেত্রে আমের দামের সাথে নিন্মে বর্নিত অতিরিক্ত মুল্য যোগ হবেঃ
* ঢাকা ও সমগ্র উত্তরবঙ্গ = ২০ টাকা প্রতি কেজি ( প্যাকিং খরচ সহ)
* ট্রানজিট ও অন্য জেলা = ২৫ টাকা প্রতি কেজি ( প্যাকিং খরচ সহ)

ভাইকেলঃ আম ব্যাবসায়ী বা কর্পোরেট গ্রাহকদের জন্য কানসাট থেকে বাংলাদেশের যে কোন বানিজ্যিক এলাকায় আম পাঠাবার অন্যতম মাধ্যম ট্রাক বা কাভার্ড ভ্যান। এখেত্রে অবশ্যই নুন্যতম ৫/৬ ক্যারেট বা ৩/৪ মন আম হতে হবে।
* ঢাকা ও সমগ্র উত্তরবঙ্গ = ৫ টাকা প্রতি কেজি ( প্যাকিং খরচ বাদে)
* অন্য জেলা = ৭ টাকা প্রতি কেজি ( প্যাকিং খরচ বাদে)
এ মাধ্যমে প্লাস্টিক ক্যারেট দরকার হবে। প্রতিটি ক্যারেটের দাম-১৩০ টাকা। প্রতিটি ক্যারেটের আম ধারনের ক্ষমতা ২৩-২৬ কেজি।

যাত্রিবাহী বাসঃ এটি একটি অনিরাপদ মাধ্যম। তবে বিশেষ ক্ষেত্রে BRTC সহ বিভিন্ন কোচ সার্ভিসে দ্রুত আম পাঠানো সম্ভব। বিশেষ করে পাকা আম পরিবহনের জন্য এ মাধ্যম উপযুক্ত। ভাড়া: দুরত্বভেদে ১০-১৫ টাকা প্রতি কেজি।

 

<<  খোলা প্রশ্ন  >>


উদাহরন ০১:  আমি ঢাকায় ১০ কেজি ফজলি আম কিনতে চাই। কিভাবে কিনবো আর কত টাকা পরিশোধ করবো?


          উত্তর:   আমের দাম   = ৫৫ টাকা X ১০ কেজি=৫৫০/= টাকা।
                    পরিবহন খরচ = ২০ টাকা X ১০ কেজি=২০০/= টাকা।
                    মোট খরট   = ৭৫০/= টাকা মাত্র


আপনি  ৭৫০/= টাকা আমাদের ব্যাংক অথবা বিকাশে সেন্ড করুন। তারপর 01712-339955 নাম্বারে SMS বা ফোন করে আপনার ঠিকানাটি জানান। ব্যাস, আপনার কাজ শেষ। আমগুলো হাতে পাবার জন্য অপেক্ষা করুন। আর কোন হিডেন চার্জ নাই।

 

............................



উদাহরন  ০২:  আমি চট্টগ্রামে ২০ কেজি হিমসাগর আম কিনতে চাই। কিভাবে কিনবো ?


          উত্তর:  আমের দাম   = ৬০ টাকা X ২০ কেজি =১২০০/= টাকা।
                   পরিবহন খরচ = ২৫ টাকা X ২০ কেজি=৫০০/= টাকা।
                   মোট খরট    = ১৭০০/= টাকা মাত্র

আপনি ১৭০০/= টাকা আমাদের ব্যাংক অথবা বিকাশে সেন্ড করুন। তারপর 01712-339955 নাম্বারে SMS বা ফোন করে আপনার ঠিকানাটি জানান। ব্যাস, আপনার কাজ শেষ। আমগুলো হাতে পাবার জন্য অপেক্ষা করুন। আর কোন হিডেন চার্জ নাই।

 ............................



উদাহরন  ০৩:  আমি আম ব্যাবসায়ী। সিলেটে  ১০ মন ল্যাংড়া আম কিনতে চাই। কিভাবে কিনবো ?


          উত্তর:  আমের দাম    = ১৭৭০ টাকা X ১০মন =১৭৭০০/= টাকা।
                   ক্যারেটের দাম  = ১৩০ টাকা X ১৮ ক্যারেটে=২৩৪০/= টাকা।
                   আড়ৎ+অন্যান্য  = ৪০ টাকা X ১৮ ক্যারেটে=৭২০/= টাকা।
                   পরিবহন খরচ  = ১২০ টাকা X ১৮ ক্যারেটে =২১৬০/= টাকা।
                   মোট খরট     = ২২৯২০/= টাকা মাত্র

আপনি ২২৯২০/= টাকা আমাদের ব্যাংক অথবা বিকাশে সেন্ড করুন। তারপর 01712-339955 নাম্বারে SMS বা ফোন করে আপনার ঠিকানাটি জানান। ব্যাস, আপনার কাজ শেষ। আমগুলো হাতে পাবার জন্য অপেক্ষা করুন। বিকাশে টাকা পাঠালে ২% হিসেবে ৪৫৮/= টাকা বিকাশ খরচ যোগ করতে হবে। ক্যারেট ফেরত দিলে ২১৬০/= টাকা ফেরত পাবেন। পাইকারি ব্যাবসায়ী হিসেবে আপনি ১০মন X ৫ কেজি = ১মন ১০ কেজি আম ফ্রি পাবেন। পরিবহন খরচ সামান্য কমবেশি হতে পারে।

 

Comment (0) Hits: 86332

কখন আম কিনবেন

দেখে নিন আম পরিপক্বতার আসল সময়:

ধোকায় পড়বেন না। প্রতিটি আম পাকার নির্দিষ্ট সময় আছে। ২০ মের আগে প্রাকৃতিকভাবে পাকা আম স্বাভাবিক নয়। তবে বাজারে যে আম দেখা যায় তার অধিকাংশ বিষাক্ত কার্বাইড দিয়ে পাকানো।  কখন কোন সময়ে কোন আম পাকে তার একটা মডেল তুলে ধরা হলো:

আমের নাম

পরিপক্বতার সময়

বাজারে

অবস্থান করে

প্রাথমিক

দাম

গুটি বা আঁঠি

২০-২৫  মে

প্রায় ০৭ সপ্তাহ

২৫/= টাকা

গোপালভোগ

২০-২৫  মে

প্রায় ০৪ সপ্তাহ

৫৫/= টাকা

বৃন্দাবনী

২০-২৫  মে

প্রায় ০২ সপ্তাহ

৭০/= টাকা

বৈশাখী

২০-২৫  মে

প্রায় ০১ সপ্তাহ

৬০/= টাকা

মিয়ার চারা

২৫-৩০  মে

প্রায় ০১ সপ্তাহ

৬০/= টাকা

কুয়া পাহাড়ি

২৫-৩০  মে

প্রায় ০১ সপ্তাহ

৫৫/= টাকা

কালুয়া

২৫-৩০  মে

প্রায় ০১ সপ্তাহ

৫০/= টাকা

বোম্বাই গুঠি

২৫-৩০  মে

প্রায় ০২ সপ্তাহ

৫৫/= টাকা

ক্ষুদি ক্ষিরসা

২৫-৩০  মে

প্রায় ০২ সপ্তাহ

৫৫/= টাকা

দুধস্বর

২৫-৩০  মে

প্রায় ০১ সপ্তাহ

৭০/= টাকা

হিমসাগর

২৫-৩০  মে

প্রায় ০৬ সপ্তাহ

৫৫/= টাকা

ক্ষীরশাপাত

২৫-৩০  মে

প্রায় ০৬ সপ্তাহ

৫৫/= টাকা

রানিপসন্দ

২৫-৩০  মে

প্রায় ০২ সপ্তাহ

৬৫/= টাকা

ল্যাংড়া

০৫-১০  জুন

প্রায় ০৬ সপ্তাহ

৫৫/= টাকা

বোগলা

০৫-১২  জুন

প্রায় ০৩ সপ্তাহ

৫০/= টাকা

লক্ষনভোগ

০৫-১২  জুন

প্রায় ০৬ সপ্তাহ

৫০/= টাকা

সুরমা

১৫-২০  জুন

প্রায় ০৪ সপ্তাহ

৬৫/= টাকা

ললিতা

১৫-২০  জুন

প্রায় ০২ সপ্তাহ

৬০/= টাকা

ফজলি

১৫-২২  জুন

প্রায় ০৯ সপ্তাহ

­৫৫/= টাকা

রাজ-লখনা

১৫-২২  জুন

প্রায় ০৯ সপ্তাহ

­৫৫/= টাকা

আম্রপালি

২০-২৫  জুন

প্রায় ০৩ সপ্তাহ

৭৫/= টাকা

আশ্বিনা

১০-১৫  জুলাই

প্রায় ০৯ সপ্তাহ

৫০/= টাকা

ঝিনুক

১৫-২০  জুলাই

প্রায় ০৫ সপ্তাহ

৬৫/= টাকা

গোপালভোগ

২০-২৫  মে

প্রায় ০৪ সপ্তাহ

৫৫/= টাকা

 

দেখে নিন কোন সপ্তাহে আমের দাম কেমন থাকে:

আমের দাম নিয়েও অনেকে বিভ্রান্তিতে পড়েন। আম পাকার শুরুর দিকে আমের দাম অনেক কম থাকে। আবার শেষের দিকে একই আমের দাম প্রায় কয়েকগুন বেড়ে যায়। তাই সময় মত আম কিনলে পছন্দের আম টি অনেক কম মুল্যে পাওয়া যেতে পারে। গ্রাহকের সুবিধার্থে নিন্মে একটি নমুনা তালিকা তুলে ধরা হলো:

মাস

সপ্তাহ

গুটি

গোপাল

হিমসাগর

ল্যাংড়া

বোগলা

লখনা

আম্রপালি

সুরমা

ফজলি

ঝিনুক

আশ্বিনা


এপ্রিল

৩য়

আচারের আম: ০২-০৫/=কেজি

নাই

নাই

নাই

নাই

আচার: ০৩-০৫/=

আচার: ০৩-০৫/=

৪র্থ

আচারের আম: ০৫-০৭/=কেজি

আচারের আম: ০৩-০৫/= কেজি

আচার: ০৫-০৮/=

আচার: ০৩-০৫/=



মে

১ম

আচারের আম: ০৭-১২/= কেজি

আচারের আম: ০৫-১০/= কেজি

আচার: ০৮-১০/=

আচার: ০৫-০৮/=

২য়

আচারের আম: ১২-২০/= কেজি

আচারের আম: ১০-১৫/= কেজি

আচার: ১০-১৫/=

আচার: ০৮-১০/=

৩য়

২৫-৩০

৫৫-৬৫

নাই

নাই

নাই

নাই

নাই

আচার: ১৫-২০/=

আচার: ১০-১২/=

৪র্থ

৩০-৩৫

৬৫-৭৫

৫৫-৭০

নাই

নাই

নাই

নাই

আচার: ২০-৩৫/=

আচার: ১২-১৫/=



জুন

১ম

৩৫-৪৫

৭৫-৯০

৭০-৮০

৫৫-৭০

নাই

নাই

নাই

নাই

নাই

আচার: ১৫-২০/=

২য়

৩৫-৪৫

৭৫-২৫০

৮০-৯০

৭০-৮০

৫০-৬০

৫০-৬০

নাই

নাই

নাই

আচার: ২০-২৫/=

৩য়

৪৫-৫৫

নাই

৯০-১২০

৮০-৯০

৬০-৮০

৬০-৭০

৭৫-৯০

৬৫-৭৫

৫৫-৬৫

আচার: ২৫-৩০/=

৪র্থ

৫৫-৭৫

নাই

১২০-১৫০

৯০-১২০

৮০-১৫০

৭০-৭৫

৯০-১২০

৭৫-৮৫

৬৫-৭৫

নাই

নাই



জুলাই

১ম

৭৫-১২০

নাই

১৫০-২৫০

১২০-১৮০

নাই

৭৫-৮০

১২০-২৫০

৮৫-১০০

৭৫-৮৫

নাই

নাই

২য়

নাই

নাই

নাই

১৮০-২৫০

নাই

৮০-১০০

না

১০০-১২০

৮৫-১০০

নাই

নাই

৩য়

নাই

নাই

নাই

নাই

নাই

১০০-১২০

নাই

নাই

১০০-১২০

নাই

৫০-৬০

৪র্থ

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

১২০-১৫০

৬৫-৭৫

৬০-৭০



আগষ্ট

১ম

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

১৫০-৩০০

৭৫-৯০

৭০-৮০

২য়

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

৩০০-৪৫০

৯০-১২০

৮০-১০০

৩য়

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

৪৫০-৭০০

১২০-১৫০

১০০-১২০

৪র্থ

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

১৫০-৩০০

১২০-২০০


সেপ্টমবার

১ম

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

২০০-৩০০

২য়

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

৩০০-৪৫০

৩য়

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

নাই

৪৫০-৬০০

 

 

 

জেনে নিন কিভাবে আম ব্যাবসায়ীরা আপনাকে ঠকায়:

এক গাছের সব আম একসাথে পাকে না।কিন্ত দোকানে বা ভ্যানে সব আম পাকা  পাওয়া যায়। কিভাবে?  আবার এত্ত এত্ত পাকা আম, কিন্তু পঁচা আম একটাও নাই, টেবিলে/ভ্যানের নিচেও নাই। কিভাবে?

  *  আম  ক্যারেট করার  পূর্বে আম গুলোতে  ফরমালিন ও কার্বাইডের মিশ্রন স্প্রে করে শুকানো হয়। প্রশাসনের কড়াকড়ি থাকলে গাছ থেকে আম নামানোর ২/৩ ঘন্টা পূর্বে ঐ মিশ্রন গাছেই স্প্রে করা হয়। খুব নজরদারী থাকলে ট্রাকে ভালো আমের মাঝে অতিরিক্ত কেমিক্যাল যুক্ত মাত্র ০২ টা ক্যারেট মাঝখানে বসিয়ে ট্রাক কে ভালোভাবে ঢেকে দাওয়া হয়। রাস্তায় কয়েক ঘন্টার মধ্যেই গাড়ির সব আমে ঐ কেমিক্যাল গ্যাস পৌছে যায়।

  *  নাটিভো,  সেভিন, ডাইথ্রিন নামক কিছু কেমিক্যাল পাওডার পাওয়া যায় যার অপব্যাবহারে আম থাকে চকচকে দাগমুক্ত। এগুলো ৫/৭ দিন পর পর স্প্রে করা হয়। এটা দেহের জন্য ক্ষতিকর।কিন্তু এটা পরীক্ষা করার মেশিন এখন পর্যন্ত বাজারে আসেনি।

  *  হিমসাগর আর বোগলা  , আশ্বিনা আর সুরমা  ,  ছোট ফজলি আর বড় আশ্বিনা  , হাড়িভাংগা আর গুঠি  , রানিপছন্দ আর গোপালভোগ সহ আরও কিছু আম আছে যারা দেখতে একই রকম। কিন্তু দুয়ের মধ্যে দামে অনেক কমবেশি।মিথ্যা বলে অনেকেই আপনার কাছে কমদামি আমটি বিক্রি করে। গ্রাহক ঠকানোর এ পদ্ধতিটা সচারচর দেখা যায়।

 

 

Comment (0) Hits: 85970

আমাদের আম ডেলিভারি পয়েন্ট সমুহ

DHAKA
Banani House No: 104, Ground Floor, Block F, Road# 3, Banani, Dhaka-1213 01701208015
Banasree House# 8, Road# 2, Block C, Banasree, Dhaka 01701207965
Chandpur Shop No: 28-29, Stadium Market, Chandpur 01701208466
Elephant Road 74/1, Laboratory Road, Dhaka 01701208031
Elephant Road (Dhaka) 368, Elephant Road, Dhaka 01701208470
Faridpur South Alipur, Pakistan Para, Faridpur 01712742532
Gazipur Bypass More, Joydebpur, Gazipur 01701208009
Gopalgonj 175, Public Hall Road, Gopalganj 01611117609 / 01710810508
Gulshan 1 House No: 20/A, Road 26, Gulshan-1, Dhaka-1212 01701207958
Jatrabari Hasneeara Plaza, House # 322/A, South Jatrabari, Demra Road (Behind Jatrabari Police Station) 01701208023 / 01701208024
Kakrail 106/2 Kakrail, Dhaka-1000 01701208029
Kawran Bazar ARA Bhaban, First Floor, 39 Kazi Nazrul Islam Avenue, Kawran Bazar, Tejgaon 01701208003
Keranigonj Beribadh, Aganagar, South Keranigonj 01701208474
Madaripur Montu Bhuiyan Sarak, Amirabad, Madaripur 01701208490
Malitola, Dhaka 20 no Malitola, Dhaka-1100 01701208114
Mirpur-11 H# 418/419, Line# 1, Section 7, Mirpur Pallabi, Dhaka-1216 01701208007
Motalib Plaza Shop No# 110, Motalib Plaza, Hatirpul, Dhaka-1205 01701208005
Mohammadpur 1/22, Humayun Road (Behind of Muktijoddha Tower), Mohammadpur 01701208484
Motijheel Plot No# 44, Dilkusha Commercial Area, Motijheel, Dhaka 01701207960
Narayanganj 461, Sah Suza Road, Vuiya Para, Narayanganj 01701208205
Narshingdhi Baburhat Bogiratpur, Noapara, Madabdi, Narshingdhi 01701207948
Rajbari Sazzan Kanda, Beside of Dr. Abul Hossen Degree College, Rajbari 01617308943
Sariatpur Uttar Palong, Sariatpur 01701208165
Tangail Moutusi Villa, Dhaka Road Tangail (Beside Orphanage) 01701208477
CHITTAGONG
Brahmanbaria H-85, Chokina Monjil, Sabera Subhan School Road, Bonik Para 01861112270
Changaon (Bahardahat), Chittagong Alamgir Mansion, H# 3789, Arkan Road, Changaon, Chittagong 01701208066
Chittagong Agrabad Progoti House, 1070 Sk. Mujib Road, Agrabad Chittagong 01701208063 / 01701208064 / 01701208065
Cumilla H# 487/432, Nazrul Avenue, First Kandirpar, Cumilla Sadar 01701208139 / 01701208140
Cox's Bazar H# 747, Jhawtola, Cox's Bazar 01701208115
Feni Titu Villa , 47, Gudam Quarter, Academy Road, Feni 01701208465
Keranihat, Satkania M/S Khaza Sheel Corporation, Keranihat, Satkania, Chittagong 01701208079
Laksam Khatun Market Road, Doulatgonj Bazar, Laksam 01913754311 / 01916500200
Laxmipur North Termohoni, North Bazar, Jonosheba Homeo Hall, Laxmipur 01701208479
Manikganj 198, Shahid Rafiq Sarak, VC Shopping Center 01712529027
Noakhali Honey Dew Point, Boro Masjid Moor, Maijdee Court, Noakhali

01701208467

Bandarban T & T Area, 9 No Word, Bandarban Pouroshova, Bandarban Sadar, Bandarban 01830159594/ 01793180844

RAJSHAHI
Banessore Puthiya, Rajshahi, Banessore-6260 01701207953
Bogura H# 119-136, Sutrapur, Gahali, Mofiz Paglar More, Bogura 01701208111
Chapai Nawabganj Hotel Al-Nahid, Shantir More, Chapai Nawabganj 01728336200
Ishwardi Truck Stand Warehouse, Station Road, Ishwardi 01701208469
Joypurhat Station Road, Jaypurhat Gov. College Road, Joypurhat 01701208471
Naogaon Chakmuktar, H# 1608-02, Chakmuktar Naogaon 01701208060
Natore Bon Belgoria, West Bypass Circle, Natore 01701208057
Pabna Gopalpur Shilpo, Pabna 01701207982
Rajshahi 82 Shaheb Bazar, Ghoramara, Boalia, Rajshahi 01701207997 / 01701207951
Sirajganj S.B Fazlul Haque Road (Near Railway Gate), Sirajganj 01701208478



SYLHET
Habiganj Mohilla College Road, Habiganj 01701207989
Moulvibazar H# 073-07, Gobindrasree Residential Area, V-Pachshim Darkapon, PS-Moulvibazar, Dhaka-Sylhet Road 01701208185
Sreemangal Afzal Plaza, Moulvibazar Road, Sreemangal, Sylhet 01701208161 / 01701208162
Sylhet H# 0305-00, Ward No# 12, Sheik Ghat, Lama Bazar Sylhet 01701207986
Sunamganj Hazi Alauddin Market, Mallikpur, Sunamganj 01701208492



KHULNA
Benapole H# 344, Nurzahan Mansion, C&F Agent Association Road, Gazipur, Benapole 01701207980
Bagerhat Dashpara More, Holding# 9, Bagerhat Sadar, Bagerhat 01701208482
Chuadanga Court Road, Mukti Para, Chuadanga 01795393440 / 01711136952
Jessore (RN Road) Rabbani Super Market, RN Road, Jessore 01701207983
Jessore Uposhohor Plot# 63, Sector# 2, Uposhohor, Jessore 01701207987
Jhinaidha Shekh Bhaban, Hossain Shahid Sarwardi Road, Jhinaidha 01701208481
Khulna Sadar 83, Sir Iqbal Road, Khulna 01701208170
Kushtia Shomobay Complax-2, Mahtab Uddin Sarak, Kataikhana More, Court Para, Kushtia 01701208475
Magura Nahar Market, Jessore Road, Bhiner More, Magura 01701208480
Meherpur S.R. Plaza, Bus Stand, Meherpur 01701208485
Narail Stadium Market, Magura Sarak 01701208489
Satkhira New Market More, Rahman Plaza, Abul Kasem Sarak, Satkhira 01756989977 / 01756988899



BARISAL
Barisal Sadar Mukta Palace, C&B Road, Barisal 01701207981
Bhola Hazi Hedayat Manjil, Muslim Para, Bhola Sadar, Bhola 01701208476
Pirojpur H# 013/1, Masimpur, Old Bus Stand, Bypass Road, Pirojpur 01701208137



RANGPUR
Gaibandha M N Shopping Mall (G.F.), Shahid Sarwardi Road, Modhdho Para, Gaibandha 01701208468
Kurigram H# 2061, Gorosthanpara, RK Road, Opposite of Zela Porishad, Kurigram Sadar, Kurigram 01701208151
Lalmonirhat Majeda Shoping Complex, H# 2283/00, Taluk Khutamara, Lalmonirhat Sadar 01701208153
Nilphamari Chowrongi More, Nilphamari 01711903539
Nilphamari Epz Sarkar Plaza, Uttara EPZ More, Songolshi, Soyedpur, Nilphamari (north face 3 and 4 no shop) 01701207984
Panchagarh Central Plaza, Panchagarh 01717100377
Rangpur Sanchita Complex (South Side of Adarsho School), H# 0106-01, Alam Nagar Collage Road 01701208149 / 01701208150
Saidpur T. R. Road (Dinajpur Road), Saidpur, Nilphamari 01701208472
Thakurgaon Mohammaod Ali Stadium, East Side, Dinajpur Road, Thakurgaon 01701208473



 

MYMENSINGH
Bhairab Nurjahan Market, Bhairabpur (North Para), Dhaka-Shylet Highway Road, Bhairab 01701208486
Jamalpur Bosak Para, Jamalpur 01701208145 / 01701208146
Kishoreganj 178, New Town Station Road, Kishoreganj 01701208118
Mymensingh 52, Thana Ghat, Congress Jubilee Road, Mymensingh 01701208488
Sherpur Thana Mor, Near Post Office, Sherpur Town, Sherpur-2100 01937631472
Comment (2) Hits: 33541

Administrator Components

All components also are used in the administrator area of your website. In addition to the ones listed here, there are components in the administrator that do not have direct front end displays, but do help shape your site. The most important ones for most users are

  • Media Manager
  • Extensions Manager
  • Menu Manager
  • Global Configuration
  • Banners
  • Redirect

 

Media Manager

The media manager component lets you upload and insert images into content throughout your site. Optionally, you can enable the flash uploader which will allow you to to upload multiple images. Help


Extensions Manager

The extensions manager lets you install, update, uninstall and manage all of your extensions. The extensions manager has been extensively redesigned for Joomla! 1.6, although the core install and uninstall functionality remains the same as in Joomla 1.5. Help


Menu Manager

The menu manager lets you create the menus you see displayed on your site. It also allows you to assign modules and template styles to specific menu links. Help


Global Configuration

The global configuration is where the site administrator configures things such as whether search engine friendly urls are enabled, the site meta data (descriptive text used by search engines and indexers) and other functions. For many beginning users simply leaving the settings on default is a good way to begin, although when your site is ready for the public you will want to change the meta data to match its content. Help


Banners

The banners component provides a simple way to display a rotating image in a module and, if you wish to have advertising, a way to track the number of times an image is viewed and clicked. Help



Redirect

The redirect component is used to manage broken links that produce Page Not Found (404) errors. If enabled it will allow you to redirect broken links to specific pages. It can also be used to manage migration related URL changes. Help

Comment (0) Hits: 27777

আমাদের কথা

আম, আমের পরিচয় গুনাবলী, ভালো আমের গুণগত মান চেনার উপায়, কেমিক্যালকর্বাইডের অপব্যাবহার রোধ, আমগাছ রোপণ পরিচর্চা, সঠিক উপায়ে আম সংগ্রহ ও প্রাকৃতিক উপায়ে আম সংরক্ষন , চাঁপাই নবাবগন্জের ঐতিহ্য ও আম বাগান কে ঘিরে পর্যটন সম্ভাবনাকে সবার কাছে তুলে ধরাই আমাদের মুল লক্ষ।

 

 

 

এটি একটি কেমিক্যাল ও কার্বাইড মুক্ত আমের ব্রান্ড নাম। নিজস্ব গাছ থেকে সংগৃহিত কেমিক্যাল ও কার্বাইড মুক্ত আমের প্যাকেটজাত সরাবরাহ এর মুল লক্ষ।



 

আমের মৌসুমে প্রিয়জন কে আম উপহার দাওয়া আমদের ঐতিহ্যের সামিল। বাগানের সুন্দর পাকা মিষ্টি আমগুলোকে সুন্দর প্যাকেটে আপনার প্রিয়জনের কাছে পৌছে দিতে আমরা তৈরি।


 

 

দেশের যে  কোন শহরে যে  কোন ঘরে চাঁপাই নবাবগন্জের আম পৌছে দেওয়া।


 

 

 

নিজ হাতে আম গাছ থেকে পাকা আম পেড়ে যত খুসি খাওয়া ও আমের দেশে আম বাগানে নিরাপদে রাত কাটানোর সুজোগ।





আম বাগান করতে চান? আমার আছি তো! চাঁপাইয়ের আমে সাজাবো আপনার বাগান।আপনি শুধু ইচ্ছা করুন, সব দায়িত্ব আমাদের।





এক ঘরে সব আম, সারা বছর।বিশেষ ভাবে সংরক্ষিত সকল জাতের আম সারা বছর সংরক্ষিত থাকবে আমাদের ঘরে। আর আপনার জন্য আমাদের দরজা সবসময় খোলা।আমের দেশে আসবেন আর আম জাদুঘর দেখবেন না তা কি হয়?

 

 

 

২০১২ সালে যাত্রা শুরু হলেও গত ১২ই ফেব্রুয়ারী ২০১৩ সালে Fozli.com এর মাধ্যমে ই-সেবা দিয়ে যাচ্ছি। প্রাথমিক পর্যায়ে আমরা শুধুমাত্র প্যাকেট জাত আম সরাবরাহ করছি। শিঘ্রই আম যাদুঘর, পর্যটন ক্যাম্প সহ অন্যান্য সুবিধাগুলো চালু হবে ইনশাআল্লাহ..

 

 

 

 

Comment (0) Hits: 20041

ধন্যবাদ জ্ঞাপন

ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহাবুব সিদ্দিকী স্যার কে যিনি বিভিন্ন যায়গায় ঘুরে অক্লান্ত পরিশ্রম করে বাংলার সমস্থ আম কে "আম " নামক একখন্ড পুস্তিকায় পুরে আমের পূর্ণতা দান করেছেন । তাঁর অক্লান্ত পরিশ্রমকে ভার্চুয়াল রুপ দিতে পেরে আমরা ধন্য।

 

 

 

কৃতজ্ঞতা জ্ঞাপন করছি "গৌড়বঙ্গ ও চাঁপাই নবাবগন্জের প্রাচীন নিদর্শন" বইয়ের লেখক মরহুম সালাউদ্দিন স্যার কে যিনি গত ২০/৭/১১ তারিখে পরলোক গমন করেন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

 

 

 

কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাব মো: জাহাঈীর আলম শাহ কে যিনি কৃষি ও কৃষকদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং পাশাপাশি আম সম্পর্কিত গতানুগতিক তথ্য দিয়ে আমাদের সাহায্য করছেন।

 

 

 

 

ধন্যবাদ জানাচ্ছি UCMAS BANGLADESH কে

প্রচার ও প্রসার কাজে সহায়তা করার জন্য।

 

 

কৃতজ্ঞতা জ্ঞাপন করছি MMIT টিম কে

কারিগরি কাজে সহায়তা করার জন্য।

 

 

ধন্যবাদ জানাচ্ছি BDCAN GROUP টিম কে বিক্রয় ও বিপণন

কাজে সহায়তা করার জন্য।

 

 

আরও ধন্যবাদ জ্ঞাপন করছি বিভিন্ন্ নামধারী সামু ব্লগার ও ফেসবুকারদের যারা অসংখ্য ব্লগ ও পোষ্টের মাধ্যমে বাংলার আম কে ই-জগতে তুলে ধরেছেন।


আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি .....


www.bn.wikipedia.org


www.prothom-alo.com


www.somewhereinblog.net


www.dailyinqilab.com


www.banglarecipe.evergreenbangla.com


www.banglanews24.com


www.amardeshonline.com


www.sonamatinews.com


www.healthprior21.com


www.ctgtimes.com


www.eisamay.indiatimes.com


www.samakal.net


www.ais.gov.bd


www.priyo.com


www.onushilon.org


www.bonikbarta.com


www.shokalerkhabor.com


www.primekhobor.com


www.ittefaq.com.bd


www.rabindra-rachanabali.nltr.org


www.e-songbad.com


www.natunbarta.com


www.52somachar.com


www.forum.banglalibrary.org


www.shobujbangladesh24.com


www.natunbarta.com


www.bd-pratidin.com


www.jugantor.com


www.blog.comjagat.com


www.ebanglarecipe.com


www.sonamatinews.com


www.infokosh.bangladesh.gov.bd


www.unsbd.com


www.udrajirannaghor.wordpress.com


www.tazakhobor.com


www.agrinewsbd.com


www.techtunes.com.bd


www.environmentmove.com


www.kalerkantho.com


www.alokitobangladesh.com


www.bengalirecipes4u.wordpress.com


www.bdcampusnews.com


www.ais.gov.bd


www.ovidhan.org


www.ittefaq.com.bd


www.shobujbangladesh24.com


www.ovidhan.org


www.ebanglajokes.com


www.risingbd.com


www.dailynayadiganta.com


www.chtnews24.com


www.rangpur.gov.bd


www.onushilon.org


www.poriborton.com


www.tourtobd.com


www.tunerpage.com


www.bodlejaobodledao.com

and more...

Comment (3) Hits: 14934

Article Categories Module

This module displays a list of categories from one parent category. Help

 

Comment (0) Hits: 12742

Archive Module

This module shows a list of the calendar months containing archived articles. After you have changed the status of an article to archived, this list will be automatically generated. Help

Comment (0) Hits: 12616

Articles Category Module

This module allows you to display the articles in a specific category. Help

Comment (0) Hits: 11773

Banner Module

The banner module is used to display the banners that are managed by the banners component in the site administrator. Help.

Comment (0) Hits: 11148

Custom HTML Module

This Module allows you to create your own HTML Module using a WYSIWYG editor. Help

Comment (0) Hits: 11094




                                                           

                                 

জানুয়ারী 

     জুলাই     

ফেব্রুয়ারী

আগষ্ট

মার্চ

সেপ্টেম্বর

এপ্রিল

অক্টোবর

মে

নভেম্বর

জুন

ডিসেম্বর

Fozli.com Offers

আম ডেলিভারি পয়েন্ট

দেশের প্রায় সকল জেলায় আম পাঠানোর অভিজ্ঞতা আমাদের রয়েছে। এছাড়াও "কুরিয়ার সাভিস" বা পার্সেলে লেনদেন হয় এমন যেকোন জায়গায় আম পাঠানো সম্ভব। তাছাড়া অল্প কিছু শহরে আমাদের রিসেলার বা ডিলারও রয়েছেন যারা হোম ডেলিভারি সেবা দিয়ে থাকেন।

 

এক নজরে দেখে নিন জেলা ভিত্তিক

আম ডেলিভারি পয়েন্ট

 

 

আলোচিত আমের খবর

ঘরে বসে নিজেই তৈরি করুনঃ আমের বিভিন্ন আচার ও মজাদার খাবার

প্লাস্টিক ঢাকনাসহ আমাদের স্মার্ট প্যাকঃ এক নজরে আমরা যেভাবে আম পাঠাই

আম চাষ ও আম বাগান করার পদ্ধতি

অঙ্গ ছাঁটাই

চারা নির্বাচন

আম পাড়ার সময় লক্ষনীয়

জোড় কলম

পোকা দমন

অঙ্গজ পদ্ধতিতে বংশ বৃদ্ধি

চারা রোপণ দূরত্ব

আম ট্রিটমেন্ট

ভিনিয়ার কলম

মাতৃগাছ নির্বাচন

অসঙ্গতিযুক্ত চারাগাছ

চারা রোপণের সময়

আম সংগ্রহের উপযুক্ত সময়

টপওয়ার্কিং

রোপণ পরবর্তী পরিচর্যা

আগাছা দমন

জমি তৈরি

আম সংগ্রহ

ট্রিটমেন্টের উপকারিতা

সংগ্রহোত্তর পর্যায়ে ক্ষতি

আম গাছের শ্রেণীবিভাগ

জমিতে গর্ত তৈরি

আম প্যাকিং

ট্রিটমেন্টের পুরানো পদ্ধতি

আমের শোষক পোকা

আমের চারা উৎপাদন

নার্সারি থেকে গাছ সংগ্রহ

আম সংগহোত্তর পরিবহণ

ট্রিটমেন্টকালীন সাবধানতা

আমের অঙ্গ বিকৃতি

আমের জাত নির্বাচন

পানি সেচ

ডাল ছাঁটাই

ফাটল কলম

আমের আঠা ঝরা

আমের পুষ্টতা নির্ধারণ

পাহাড়ি এলাকার চাষ

কোথায় আম রাখতে হবে ?

স্টোন গ্রাফটিং

আমের আনথ্রাকনোজ

বাগানে আন্ত ফসল

সার প্রয়োগ

গাছ থেকে আম সংগ্রহ

বাছাই ও শ্রেণীবিন্যাস
আমের ফ্রুট ফ্লাই পোকা

ফলন্ত গাছের পরিচর্যা

সেচ প্রয়োগ

চারা গাছের মুকুল

বীজতলা তৈরি
আমের ফল ছিদ্রকারী পোকা

আমের দেশে বিশেষ কিছু পর্যটন সমৃদ্ধ ঐতিহ্যবাহী স্থানসমুহ

 
ছোট সোনা মসজিদ (ভিডিও)
অপূর্ব স্থানত্য কলার প্রাচীন নিদর্শন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন শাহ্বাজপুর ইউনিয়নের ফিরোজপুর মৌজায় অবস্থিত সোনা মসজিদ। চাঁপাইনবাবগঞ্জ হতে গৌড়ের কোতওয়ালী দরজা আসতে মহাসড়কের ডান
 
 
নাচোলে ৫’শ বছরের পুরণো তেঁতুল গাছ (ভিডিও)
নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের গুড়লা গ্রামে প্রায় ৫’শ বছরের অতি প্রাচী তেঁতুর গাছ এর অস্তিত্ব রয়েছে। প্রাচীন এ তেঁতুল গাছটি ঐ ইউনিয়নের শুড়লা গ্রামের, শুড়লা মৌজায় ১ নং খতিানবূক্ত ৫০২
 
 
গৌড় নগরীর শেষ পরিনতি
ধনে জনে পরিপূর্ণ অপূর্ব সৌন্দর্যের ভিত্তিভূমি চির ঐশ্বর্য্যশালিনী গৌড় নগরী এক সময় সমগ্র উপমহাদেশে অত্যান্ত সুশ্রীনগরী হিসেবে রাজ্যের রাজাদের নিকট ছিল ইর্শ্বনীয়। বহু প্রাচীন কাল হতে এর সৌন্দর্যমন্ডিত উর্বর শ্যামল
 
 
গৌড়
বাংলার প্রাচীন রাজধানী ঐতিহাসিক গৌড় নগরী।বহু বাঙ্গাগড়া ও উথান পতনের বিশাল ইতিহাসের পাদপীঠ এ গৌড় নগরী। তাই এ অঞ্চলের মাটি নানান ঐতিহাসিক কর্মকান্ডের নীরব সাক্ষী। নানা ধর্মাবলম্বী রাজা,
 
 
নওদা বুরুজ (ভিডিও)
চাঁপাইনবাগঞ্জ জেলার বর্তমানে সর্ব প্রাচীন প্রত্নসম্পদ ও লুকায়িত ইতিহাস সমৃদ্ধ স্থানের নাম নওগা বুরুজ। গোমস্তাপুর উপজেলার  রহনপুর খোয়ারের মোড় হতে সোজা প্রায় ১কিঃমিঃ উত্তওে এটি অবস্থিত। স্থানীয় অধিবাসীরা এ স্থানকে
 
 
তহাখানা কমপ্লেক্স (ভিডিও)
তহাখানা বা তাহাখানা একটি তিনতলা বিশিষ্ট রাজ প্রাসাদ। প্রাচীন গৌড় লখনৌতির ফিরোজপুর এলাকার পূরাকীর্তিগুলির মধ্যে এ স্থানেই তিনটি প্রাচীন নিদর্শন বিদ্যমান। এর মধ্যে তহাখানা অন্যতম। তহাখানা ফার্সি শব্দ,
 
 
ধূনিচক বা ধনাইচকের মসজিদ (ভিডিও)
 ঐতিহাসিক গৌড় নগরীর কোতওয়ালী দরজার পূব দক্ষিণে বালিয়াদীঘি গ্রামের সন্নিকটে প্রায় অর্ধ  কি: মিপূর্ব প্রান্তে ধনুচকের মসজিদ অবস্থিত। এর দক্ষিণে একটি ছোট এবং পূর্র্ব প্রান্তে
 
 
রাজবিবির মসজিদ (ভিডিও)
গৌড় লখনৌতির বাংলাদেশ অংশে যে সমস্ত   প্রাচীন স্থাপত্যকালের অপূর্ব নিদর্শন রয়েছে তম্মধ্যে রাজবিবির মসজিদই সর্বশেষ্ঠ । শুধু মাত্র গৌড়ের ইটের সাহায্যে নির্মিত এ মসজিদটির অংগসোষ্ঠব গাত্র অলংকরণ খুবই  প্রসংশাযোগ্য চাঁপাই নবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর
 
 
কোতওয়ালী দরজা (ভিডিও)
ঊালিয়াদীঘি ডানে রেখে সোজা উত্তর পশ্চিমে ভারত সীমানার মধ্যে অবস্থিত কোতওয়ালী দরজা।এই সীমান্তের জিরো লাইন থেকে দেখা যায়। এটি গৌড়ের দক্ষিণ পূর্ব  সিংহ  দ্বারও বলা হয়ে থাকে।
 
 
হযরত শাহ্ নিয়ামতউল্লাহ (রঃ) সংক্ষিপ্ত জীবন পরিচিতি (ভিডিও)
হযরত শাহ্ নিয়ামতউল্লাহ (রঃ) এর পূর্ব পুরুষগণ ছিলেন পবিত্র মক্কা মু’আযযামার অধিবাসী বানু আসাদ  গোত্রের হাপদী কবীলার  অন্তভর্’ক্ত কোরইশী বংশোদ্ভুত। হিজরী দ্বিতীয় শতাব্দীতে এ ক্বাবিলা ইসলাম প্রচারার্থে
 
 
শাহ নিয়ামতউল্লাহ্ (রঃ) এর জামে মসজিদ
শাহ্ সূজার প্রাসাদ বা তহাখানার উত্তর পশ্চিমে কোণে এই সুরম্য তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি অবস্থিত। এটিও মুগল যুগের এক অনুপম স্থাপত্য কলার এক অপূর্ব প্রাচীন নিদর্শন। মসজিদটি অপেক্ষাকৃত উটু ভিটের উপর অবস্থিত।
 
 
গৌড় নগরীর অবস্থান
বাংলার সুপ্রচীন রাজধানী ঐতিহাসিক গৌড় নগরী পুরনো গঙ্গা ও মহানন্দা নদীর সাবেক সংগম স্থলর নিকট একটি সংকীর্ণ ভূখন্ডের উপর অবস্থিত। বাঙালীর  ইতিহাস-আদিপূর্ব-এরে লেখক আচার্য নীহার
 
 
গৌড় নগরীর জন্ম
ঐতিহাসিক গৌড় নগরীর জন্ম কখন্য ? এ নিয়ে নানা জনের রয়েছে নানা অভিমত। কোন কোন ঐতিহাসিকের মতে গৌড় নগর খৃষ্টপূর্ব অষ্টম শতাব্দীতে নির্মিত হয়েছিল। গৌড় প্রথমতঃ পুন্ড্রবর্ধনের একাংশ ছিল ।
 
 
মহারাজপুর কেন্দ্রীয় জামে মসজিদ
বিশালাকায় ৩ গম্বুজ বিশিষ্ট ও মসজিদটি চাঁপাই নবাবগঞ্জ সদও উপজেলার অন্তর্গত মহানন্দা নদীয়র পশ্চিম পাড়ে মহারাজপুর এলাকায় অবস্থিত। সদর রাস্তা থেকে মসজিদটি অনেকটাই ভেতওে। এ স্থাপনটিও নবাবী আমলের
 
 
টাকশাল দীঘি
ছোট সোনা মসজিদ এর পূর্ব প্রান্তরে বাঁধাই কবরের উত্ত্র প্রান্তে একটি বিশাল আকৃতির দীঘি বিদ্যমান। এটি টাকশাল দীঘি নামে পরিচিত। ঐতিহাসিক রজনী বাবু, মাওলানা আমিরুল ইসলাম সহ অনেক পন্ডিত ব্যাক্তি
 

আম ডেলিভারি হয় এমন সকল কুরিয়ার সার্ভিস গুলোর বিভিন্ন পয়েন্টের ঠিকানাঃ

 

 

মোবাইলে তথ্য পেতে আপনার নাম ও মোবাইল নাম্বার টি পাঠিয়ে দিন

সাথেই থাকুন

নিজেকে যুক্ত করুন আমাদের সাথে......

আমের সব খবর পৌছে দিব সময় মত......