x 
Empty Product

বীজতলা তৈরি

User Rating:  / 2
PoorBest 

আমের আঁটি বা বীজ থেকে চারা উৎপাদনের জন্য বীজতলা তৈরি করতে হয়। বীজতলা দুই ধরনের। প্রথমটি আঁটি অঙ্কুরোদগমের জন্য ব্যবহৃত হয়। দ্বিতীয় বীজতলা টি অঙ্কুরিত চারা দুই বা চার সারিতে নির্দিষ্ট দূরত্বে

আমের আঁটি বা বীজ থেকে চারা উৎপাদনের জন্য বীজতলা তৈরি করতে হয়। বীজতলা দুই ধরনের। প্রথমটি আঁটি অঙ্কুরোদগমের জন্য ব্যবহৃত হয়। দ্বিতীয় বীজতলা টি অঙ্কুরিত চারা দুই বা চার সারিতে নির্দিষ্ট দূরত্বে

(৫০X২৫ সে.মি) রোপণ করতে হবে। বীজতলার জন্য এমন জমি নির্বাচন করতে হবে। যেখানে পানি দাঁড়াতে পারে না পর্যাপ্ত আলোবাতাসযুক্ত উঁচু এবং খোলা স্থানই বীজতলার জন্য উপযুক্ত জমি। প্রথমে বীজতলার মাটি চাস দিয়ে আগাছামুক্ত এবং ঝুরঝুরে করে নিতে হবে। এরপর এক মিটার চওড়া, ১৫ সে. মি. উঁচু এবং প্রয়োজনমতো লম্বা বীজতলা তৈরি করতে হয়। মাটিতে পরিমাণমতো গোবর সার এবং আবর্জনা পচা সার ঝুরঝুরে মাটির সাথে ভালভাবে মিশাতে হবে। এই পদ্ধতি ছাড়াও পলিব্যাগে (৩০২০ সে. মি.) আমের চারা উৎপাদন করা যাবে।

Leave your comments

0
terms and condition.
  • No comments found