x 
Empty Product

ফেসবুক থেকে পাওয়া আমের সব খবর

1 কাষ্টমারকে সম্মান করতে শিখেছি বলেই অভিমানের বদলে #মজা_লই

কাষ্টমারকে সম্মান করতে শিখেছি বলেই অভিমানের বদলে #মজা_লই

আমি দেখতে খারাপ, কিন্তু এত খারাপ না যেমনটি তুমি আমার ভোটার আইডি কার্ডে দেখছো..আবার এত সুন্দরও না যেমন টি তুমি আমার ফেসবুক প্রোফাইলে দেখছো।....... ভাই সৌরভ, এবছর আমের দাম কম

চালু হতে যাচ্ছে ই-আম সেলারদের প্লাটফরম

আমরা যারা অনলাইনে আম নিয়ে কাজ করি তাদের এক হওয়া দরকার। আমরা বিচ্ছিন্নভাবে আছি বলেই কিছু অসৎ লোক সামান্য স্বার্থে আমের সম্ভাবনাময় এই সেক্টরটাকে নষ্ট করতে চলছে। এই সেক্টর কে বাঁচাতে হলে এবং কিছু বাড়তি সুবিধা পেতে হলে আমাদের এক হওয়ার বিকল্প নাই।।

Read More Comment (0) Hits: 2565

মে মাসের ৩য় সপ্তাহের আগে রাজশাহীর আম কখনও পাকে না

মে মাসের ৩য় সপ্তাহের আগে রাজশাহীর আম কখনও পাকে না। এর বাইরে যারা আচরন করে, বুঝবেন উনি ভুলের মধ্যে আছেন।

Comment (0) Hits: 3084

কালুয়া আমটা সবার আগে পাকে


কালুয়া আমটা সবার আগে পাকে। ২২ মে থেকে দিতে পারবো আশা করছি

 

Comment (0) Hits: 2558

প্রতিনিয়ত আমের ওজন কমতে থাকে

#জেনে_রাখুন: প্রতিনিয়ত আমের ওজন কমতে থাকে। ২০ কেজির একটি প্যাক ২/৩দিন পর ১৮.৫ বা ১৯ কেজি হয়ে যায়।

 

Comment (0) Hits: 2621

আমার কাছে ক্ষিরসাপাত ই বেস্ট

ছোট সাইজের, ভালোভাবে না পাকলে খু্‌বই টক...আর পাকলে খু্ব ই মিষ্টি। সিজনের প্রথমে আসে, পাকলে সুন্দর রং ধরে। আমার দাদার খুব পছন্দের আম ছিলো। আব্বাও সখ করে বাড়ির সামনে একটা গাছ রাখসে। তবে আমার কাছে ক্ষিরসাপাত ই বেস্ট

Comment (0) Hits: 2531

কালুয়া আমটা সবার আগে পাকে (2)


কালুয়া আমটা সবার আগে পাকে। ২২ মে থেকে দিতে পারবো আশা করছি

 

Comment (0) Hits: 2624

বড় গাছের আম সাইজে ছোট কিন্ত স্বাদে বেষ্ট

#জেনে_রাখুনঃ ছোট গাছের আম সাইজে বড় কিন্ত স্বাদে কম,...বড় গাছের আম সাইজে ছোট কিন্ত স্বাদে বেষ্ট।

Comment (0) Hits: 2799

দিনে কত প্যাক আম পাঠালেন তার ছবি তুলে পোষ্ট করে সাফল্যতা খোঁজার বৃথা চেষ্টা করবেন না


#নোটিশ: আমার ব্যবসাটা যেহেতু আইটি বেইজড, তাই "Fozli IT Desk" নামে একটা দক্ষ প্লাটফরম তৈরি করার চেষ্টা করেছি। সাইটগুলো দেখাশুনা করা, ম্যাসেন্জিং, গ্রাফিক্স ডিজাইন ও এ্যাড রানের পাশাপাশি টিমটির অন্যতম

Read More Comment (0) Hits: 2612

এ বছর রাজশাহীতে আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার ৪৬৫ হেক্টর জমিতে

এ বছর রাজশাহীতে আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার ৪৬৫ হেক্টর জমিতে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৩ হাজার ৪২৬ মেট্রিক টন। এর আগে এত আম বা এত পরিমাণ জমিতে আম চাষ কখনোই হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছর কমদামে আম খাওয়াতে পারবো ইনশাআল্লাহ্

Comment (0) Hits: 2369