x 
Empty Product
Monday, 24 September 2018 06:59

ভারত ছাড়া কোন দেশে সবচেয়ে বেশি আম হয় জানেন?

Written by 
Rate this item
(0 votes)

 

Largest Mango producer country other than India

ভারতের জাতীয় ফল আম এবং খুব স্বাভাবিকভাবেই এই দেশ পৃথিবীর বৃহত্তম আম উৎপাদনকারী। কিন্তু ভারতের ঠিক পরেই বৃহত্তম আমের ভাণ্ডার কোন দেশের জানলে অবাক হবেন।

এই দেশ হল আমের দেশ এবং শুধু এ বঙ্গে নয়, সারা ভারতেই বহু প্রজাতির আমের চাষ হয়। হয়তো সেই কারণেই এদেশের জাতীয় ফল আম। কিন্তু ভারত ছাড়া আরও বহু দেশ আম উৎপাদন করে। 

নাইজেরিয়া, থাইল্যান্ড, মেক্সিকো, ব্রাজিল, ফিলিপাইনস ইত্যাদি দেশগুলি ছাড়াও পাকিস্তান এবং বাংলাদেশ প্রধান আম উৎপাদনকারী দেশ। কিন্তু বিশ্বের বাজারে, ভারতের ঠিক পরেই বৃহত্তম আম উৎপাদনকারী দেশ হল চিন। সেদেশে বছরে গড়ে ৪,৩৫১,৫৯৩ টন আম উৎপাদন হয়। বিশ্বের আমের বাজারের ১১.২ শতাংশ রয়েছে চিনের দখল। আর ভারতের মার্কেট শেয়ার হল ৪২.২ শতাংশ।

Read 3282 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.